তবুও মনে পড়ে( দ্বিতীয় পর্ব )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সারা রাত ছাদে কাটিয়েছে অরিএ। সকালে রুমে এসে নিপার সাথে কোন কথা না বলেই অফিসের জন্য বেরিয়ে যায়। নিপাও নিজে থেকে কিছু বলেনি। অফিসে যাওয়ার পথে অরিএ তার ফোন থেকে পুরাতন এক বন্ধুকে টেক্সট পাঠায়। সাকিব ছিল ওর কলেজের বন্ধু। তবে হঠাৎ সাকিব কে টেক্সট করার কারণ ছিল একজনের খবর নেওয়া। সাকিব এবং অদিতির বাড়ি ছিল নারায়নপুরে অর্থাৎ একই শহরে। গতকাল রাতেই অরিএ সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক অদিতির সাথে যোগাযোগ করবে। কিন্তু অদিতির কোন কন্ট্যাক্ট নাম্বার ওর কাছে নেই। এইজন্যই সাকিবের সাথে যোগাযোগ করা।
কিন্তু কোন লাভ হয়নি। প্রাথমিকভাবে সাকিব সাহায্য করতে পারেনি অরিএকে। কারণ অদিতির সাথে সাকিবেরও যোগাযোগ নেই। যদিও সাকিব কথা দেয় ও কোন একটা ব্যবস্থা করবে। খোঁজ নিয়ে ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে। সারাটা দিন আরও কয়েকজনের সাথে যোগাযোগ করেছে অরিএ। এরমধ্যে ছিল অদিতির কলেজের ফ্রেন্ড রুপা, তৃপা সহ আরও কয়েকজন। কিন্তু ওরাও অদিতির কোন খোঁজ দিতে পারেনি। ওরা নিজেরাও জানে না ও ঠিক কোথায় আছে। ওর কোন কন্ট্যাক্ট নাম্বার ওদের কাছে নেই। একপ্রকার হতাশ হয়ে পড়ে অরিএ। এরমধ্যে বেশ কয়েকবার টেক্সট করেছে নিপা। অরিএ সেগুলো দেখেও কোন রিপ্লাই করেনি। কারণ তার রিপ্লাই করতে গেলেই অনেক বড় ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। এইজন্যই ও সেগুলো ইগনোর করেছে।
সবেমাএ অফিস থেকে বেরিয়েছে অরিএ। হঠাৎ ওর ফোনে একটা টেক্সট আসে। সাকিব টেক্সট পাঠিয়েছে। একটা নাম্বার এবং তারপর লেখা অদিতির নাম্বার। যোগাযোগ করে দেখ। তখন আর কিছু ভাবেনি অরিএ। তখন নাম্বার টাতে কল দেয় ও। কিন্তু রিং বেজে গেলেই ফোনটা কেউ ধরেনি। কয়েকবার চেষ্টা করে গেলেও কোন লাভ হয়নি। আর ফোন না দিয়ে হাঁটতে থাকে অরিএ। হঠাৎ ফোন আসে। হ্যা কিছুক্ষণ আগে যেই নাম্বারে ফোন দেওয়া হয়েছিল সেই নাম্বার থেকেই ফোন এসেছে। ফোনটা রিসিভ করার পরেই অপরপ্রান্ত থেকে ভেসে আসে কন্ঠস্বর;
হ্যালো কে বলছেন?...
অরিএের কোন সাড়াশব্দ নেই। আবার ঐ প্রান্ত থেকে কথা ভেসে আসে কে বলছেন কাকে চাচ্ছেন আপনি।
ততক্ষণে নিজের জড়তা কাটিয়ে অরিএ বলে, আমি বলছি। অদিতির বুঝতে বাকি থাকে না অরিএ ফোন দিয়েছে। কয়েক মূহুর্ত্তের জন্য এক বিশাল নিরবতা বিরাজ করে দুজনের মধ্যে। দুজনই যেন এক গভীর নিরবতায় এক নির্বাকহীনতায় ডুবে গিয়েছে।
বেশ কিছুক্ষণ পরে অদিতি বলে কেমন আছ অরিএ। অরিএ ঠিক কী উওর দেবে বুঝতে পারে না। সহজ ভাষায় বলে চলে যাচ্ছে তুমি কেমন আছ।
খুবই ছোট একটা কনভার্সন হয়ে যায় দুজনের মধ্যে। অদিতি বলে অরিএ আমি এখন একটু ব্যস্ত আছি। আমি তোমাকে পরে ফোন দেয়??
অরিএ বলে ঠিক আছে কোন সমস্যা নেই।
চলবে......
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1952649913579589845?t=UZTkNOB2OoBArdX3E6QtXg&s=19
https://x.com/Emon423/status/1952650085113758015?t=gDc7i1Vp49cGWr6AJpLQwQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.