উয়েফা চ‍্যাম্পিয়ন লীগের শেষ ম‍্যাচ!!!

in আমার বাংলা ব্লগ3 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ৩০ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000573063.jpg

Sony Liv channel থেকে স্কিনশর্ট নেওয়া।


শেষ হলো উয়েফা চ‍্যাম্পিয়ন লীগের গ্রুপ পর্বের ম‍্যাচ। গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে গতকাল রাতে ১৮ টা ম‍্যাচ হয়েছে। যেখানে রিয়াল মাদ্রিদের ম‍্যাচ ছিল ব্রেস্টের সাথে। এই শেষ দিনে অনেক সমীকরণ ছিল। কারণ শেষ টপ ৮ দল সরকারি রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে। এবং ৯ থেকে ২৪ পযর্ন্ত লিস্টে থাকা দলগুলো কে খেলতে হবে প্লে অফ। গতকাল ম‍্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে গ্রুপ পর্ব শেষ করেছে টেবিলের ১১ তে থেকে। সুতরাং রিয়াল মাদ্রিদ কে এখন খেলতে হবে প্লে অফ। গতকাল রিয়াল মাদ্রিদের ম‍্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন‍্যদিকে এই গুরুত্বপূর্ণ ম‍্যাচে নিষেধাজ্ঞার জন্য স্কোয়ার্ডে ছিল না ভিনিসিয়াস জুনিয়র। যদিও এতে করে বড় কোন সমস্যা হয়নি। ম‍্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত দুইটাই।


1000573065.jpg

1000573072.jpg

1000573066.jpg

1000573068.jpg

1000573074.jpg

1000573075.jpg


কার্লো আনচেলওি রিয়াল মাদ্রিদকে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামায়। অন‍্যদিকে ব্রেস্টের ফর্মেশন ছিল ৪-১-২-১-২। কিক অফ এর মাধ্যমে খেলা শুরু হয়। ম‍্যাচের প্রথম দিকে রিয়াল মাদ্রিদের খেলা ছিল বেশ অগোছালো। রিয়াল মাদ্রিদের তুলনায় ব্রেস্ট বেশ ভালো খেলছিল। তারা দারুণ কিছু পজেটিভ আক্রমণ করে। কিন্তু গোল করতে পারেনি। ম‍্যাচের ২১ মিনিটে লুকাস ভাসকেজের বাড়িয়ে দেওয়া বলে দারুণ একটা হেড করে রদ্রিগো। তবে সেটা সেভ দিয়ে দেয় ব্রেস্ট গোলকিপার। ম‍্যাচের ২৭ মিনিট প্রতিপক্ষের ডিবক্সের বাইরে বল পাই রদ্রিগো। লেফট উইং দিয়ে একক প্রচেষ্টায় বেশ কয়েকজন কে ড্রিবলিং করে ঢুকে পড়ে প্রতিপক্ষ ডিবক্সে। এরপর দারুণ এক ফিনিশে গোল করে রদ্রিগো। রদ্রিগোর গোলে প্রথম লিড পাই রিয়াল মাদ্রিদ।


1000573079.jpg

1000573081.jpg

1000573084.jpg

1000573087.jpg

1000573089.jpg


প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ০-১ গোলে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম‍্যাচের ৫১ মিনিটে ব্রেস্ট একটা গোল করে। তবে সেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পর ম‍্যাচের ৫৬ মিনিটে লুকাস ভাজকেজের অ‍্যাসিস্টে গোল করে জুড বেলিংহাম। বেলিংহাম এর গোলে পুরোপুরি ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে বেশ কিছু সুযোগ নষ্ট করে। যেগুলো ভালো ফিনিশ হলে গোল হতে পারত। মাঝে মাঝে ব্রেস্ট আক্রমণে যাচ্ছিল তবে খুব একটা সুবিধা তারা করতে পারেনি রিয়াল মাদ্রিদ গোলকিপার কর্তোয়ার সামনে।


1000573101.jpg

1000573100.jpg

1000573099.jpg

1000573097.jpg

1000573093.jpg


ম‍্যাচের ৭৮ মিনিটে প্রতিপক্ষ ডিবক্সে বল পেয়ে জোড়ালো এক শর্ট নেয় কিলিয়ান এমবাপ্পে। গোলকিপার সেটা সেভ দিলে বল চলে যায় রদ্রিগোর কাছে। রদ্রিগো সুন্দর একটা ফিনিশে নিজের দ্বিতীয় গোল করে। রিয়াল মাদ্রিদ ম‍্যাচে ০-৩ গোলে এগিয়ে যায়। ম‍্যাচের বাকি সময়ে আরও কিছু চেষ্টা চালিয়ে যায় দুই দল। তবে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম‍্যাচে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সর্বোচ্চ রেটিং নিয়ে ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হয় বেলিংহাম। রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার লড়াইয়ে প্লে অফে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে ইংলিশ জায়ান্ট ম‍্যানচেস্টার সিটি না হয় সেল্টিক। এখন ড্র এর অপেক্ষা। সবমিলিয়ে অসাধারণ একটা রাত কেটেছে ফুটবল ফ‍্যানদের।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 3 days ago 

Daily task

1000573108.jpg

1000573107.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

গতকাল রাতে খেলা দেখতে দেখতে যেন মাথা ঘুরে গিয়েছিল। এতগুলো দল যখন একসাথে একত্রিত ভাবে মাঠে নামের তখন সেটা আসলেই মাথা ঘুরিয়ে দেবার মতই। রিয়াল মাদ্রিদ সহ প্রত্যেকটা বড় দলই কালকে নিজেদের অবস্থান ভালোভাবে ঠিক করতে পেরেছে এটা দেখে খুবই ভালো লেগেছে।