ফেলে আসা স্মৃতি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০১৯ সাল ছিল শেষ স্বাভাবিক বছর। কিন্তু এরপরেই ২০২০ সালে পৃথিবী টা যেন পুরো আলাদা হয়ে যায়। কথাটা ঠিক কোন কারণে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরো পৃথিবীতে নেমে আসে করোনা ভাইরাস। ঐসময় টা আমাদের সকলের জন্যই বেশ কঠিন ছিল। সারাদিন বাড়িতে বসে থাকা ছিল একেবারে অসহনীয়। তবে এটা তার পরের বছর ২০২১ সালের কথা। তখনও করোনার প্রকোপ অনেক বেশি। স্কুল কলেজ সব বন্ধ। প্রতিদিন বিকেলে আমরা মাঠে ফুটবল খেলতে যেতাম। আমার এলাকার কয়েকজন বন্ধু কয়েকজন বড় ভাই এবং ছোট কয়েকজন। সবাই একসঙ্গে খেলতাম। যদিও মাঠে গিয়ে ফুটবল খেলা আমার শুরু হয় সেই ২০১৫ থেকে। কিন্তু ঐ বছরের ব্যাপার টা ছিল বেশ আলাদা।
বিশেষ করে যেদিন বৃষ্টি হতো সেদিন যেন খেলার আগ্রহ বেড়ে যেত। ঐদিন আনন্দ টা পৌঁছে যেত অন্য মাএায়। বৃষ্টির মধ্যে সেই ফুটবল খেলাটা এখন অনেক মিস করি। ঐদিন আমি খেলতে যায়নি। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ঐদিন। আগের দিন আমার পায়ে লেগেছিল খেলতে গিয়ে। সেজন্যই ঐদিন আমি বসেছিলাম মাঠের বাইরে। এবং আমার অন্য বন্ধুরা সবাই খেলছিল। আমি ওদের খেলা উপভোগ করছিলাম। সেদিন ওয়েদার টা ছিল দারুণ। বৃষ্টির পরে আকাশে মেঘ ছিল। একটা থমথমে পরিবেশ ছিল। বেশ বাতাস প্রবাহিত হচ্ছিল। ঐসময় কৌতূহল থেকেই আমি মোবাইলে ফোনটা বের করে ভিডিও ধারণ করা শুরু করি। বৃষ্টির জন্য মাঠে বেশ পানি ছিল। মাঠের মধ্যে অনেককেই দেখা যাচ্ছে। আমাদের সিনিয়র দুই ভাই নাজমুল এবং জনি।
আমার দুই বন্ধু শিমুল এবং তোহা পাশাপাশি রাসেল, সাকিব, সিয়াম সহ আরও অনেকেই। গতদিন যখন ভিডিও টা আমি দেখছিলাম তখন আমি রুমে বসে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঐসময় আমার মনটা চলে গেল আমার গ্রামে ঐ মাঠে। সবকিছু বেশ মিস করছিলাম আমি। আমার মনে হচ্ছিল ইস কতদিন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলি না। আবার কবে খেলব তার ঠিক নেই। হয়তোবা আর কখনও খেলা হবে না। আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গিয়েছে আমরা সেগুলো আর কখনোই ফিরে পাব না। আমরা ভালো দিনের আশায় অতীতে যেন দিনগুলো ফেলে এসেছি। এখন বুঝতে পারছি ঐ দিনগুলোই আসলে আমাদের ভালো দিন ছিল। আমাদের জীবনের সেরা সময় টা আমরা হয়তো কাটিয়ে ফেলেছি। এখন সেগুলো দেখে আফসোস করা ছাড়া আর উপায় নেই।
----- | ----- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO 1820 |
সময় | আগষ্ট,২০২১ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1914602179798900801?t=FZicNE2ncpLuPBmsQ2facA&s=19
https://x.com/Emon423/status/1914602568841646241?t=HVWPeAZot1B-nKCX6lps2A&s=19
https://x.com/Emon423/status/1914603064373469343?t=XWGCcV0FpciS8AusJbKZLw&s=19
https://x.com/Emon423/status/1914603262470447211?t=Heg1c0GHuiT2pC7WScnZ1Q&s=19
https://x.com/Emon423/status/1914603439713345805?t=Ar4hgUTTyuFSFJJzcqbLAA&s=19
https://x.com/Emon423/status/1914603911408750967?t=x-8lKHVAGigiz20xIVRl5A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.