গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট!!

in আমার বাংলা ব্লগ2 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ১০ ই মার্চ ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000575442.jpg

Sky sports channel থেকে স্কিনশর্ট নেওয়া।


স্প‍্যানিস লীগ এবার বেশ জমে উঠেছে। প্রতিটা লীগ ম‍্যাচেই যেন সমীকরণ পাল্টে যাচ্ছে। কারণ শীর্ষ তিন দলের পয়েন্ট ব‍্যবধান মাএ ৩। গতকাল নিজেদের ঘরের মাঠ সান্তিয়‍্যাগো বার্নাব‍্যুতে রিয়াল মাদ্রিদের ম‍্যাচ ছিল আরেক স্প‍্যানিস ক্লাব রায়ো ভালোকানো এর সাথে। ইঞ্জুরির কারণে রিয়াল মাদ্রিদের স্কোর্য়াডে এই ম‍্যাচে গোলকিপার কর্তোয়া এবং সেন্টার ব‍্যাক রুডিগের কেউই ছিল না। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছিল জুড বেলিংহাম। ম‍্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে। রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে। রিয়ালের আক্রমণভাগে যথারীতি ছিল ভিনি এমবাপ্পে এবং রদ্রিগো। অন‍্যদিকে রায়ো ভালোকানো এর ফর্মেশন ছিল ৪-১-৪-১। লীগে শেষ তিন ম‍্যাচে রায়ো ভালোকানো এর সাথে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এইজন্যই এই ম‍্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল।


1000575445.jpg

1000575447.jpg

1000575448.jpg

1000575450.jpg

1000575449.jpg


অন্যদিকে মাদ্রিদের প্রতিপক্ষ অ‍্যাতলেটিকো মাদ্রিদ গেটাফে এর কাছে হেরে পয়েন্ট হারায়। মাদ্রিদের কাছে একটা ভালো সুযোগ এসে যায় ম‍্যাচটা জিতে পয়েন্ট ব‍্যবধান বাড়িয়ে নেওয়ার। সঠিক সময়ে খেলা শুরু হয়। ম‍্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ বেশ আক্রমণে যাচ্ছিল। এটার কারণ ছিল একেবারে কার্যকারি মিডফিল্ড। মিডফিল্ড চুয়োমিনি, মদ্রিচ এবং বেলিংহাম বেশ দারুণ নিয়ন্ত্রণ করছিল। বেশ কয়েকবার ভিনিসিয়াস বল নিয়ে ডিবক্সে ঢুকে যায়। কিন্তু ফাইনাল ফিনিশিং বা অ‍্যাসিস্ট কোনটাই সঠিক করতে পারছিল না। অন‍্যদিকে প্রতিপক্ষ দলও বেশ কিছু আক্রমণ বিল্ডআপ করে। কিন্তু এতে কোন কাজ হয়নি। তারা কোন গোল করতে পারেনি বলা যায়। এভাবেই খেলা চলছিল। রিয়াল মাদ্রিদ গোলের সম্ভাবনা তৈরি করলেও গোল করতে পারছিল না।


1000575451.jpg

1000575452.jpg

1000575453.jpg

1000575454.jpg

1000575456.jpg


ম‍্যাচের ৩০ মিনিটে এমবাপ্পে কে লক্ষ্য করে দারুণ একটা থ্রু পাস দেয় ভিনিসিয়াস। এমবাপ্পে বলটা একক প্রচেষ্টায় নিয়ে যায়। এবং দারুণ ফিনিশিং করে দলকে এগিয়ে নিয়ে যায় ১-০ গোলে। এরপর রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ করতে থাকে। এর কিছুক্ষণ পরে ম‍্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষ দলের ৩-৪ জন ডিফেন্ডার কে ড্রিবলিং করে একপ্রকার তাদের বোকা বানিয়ে দারুণ এক ফিনিশিং দিয়ে গোল করে ভিনিসিয়াস। ভিনিসিয়াসের গোলে পুরোপুরি ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে তখন। ডিবক্সের কিছুটা বাইরে থেকে চমৎকার একটা শর্ট দেয় প্রতিপক্ষ দলের খেলোয়ার পেদ্রো দিয়াজ। দিয়াজের গোলে ব‍্যবধান কমিয়ে আনে রায়ো ভালোকানো। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।


1000575467.jpg

1000575466.jpg

1000575460.jpg

1000575462.jpg


দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ বেশ ভালো শুরু করে। তবে কাঙ্ক্ষিত সেই গোল করতে পারছিল না। এর কারণ প্রতিপক্ষ দলের ভালো ডিফেন্স এবং মাদ্রিদ খেলোয়াদের ফিনিশিং এর জটিলতা। অন‍্যদিকে প্রতিপক্ষ বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও তারাও গোল করতে পারেনি। এভাবেই দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে পারেনি ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ এবং ম‍ূল‍্যবান ৩ পয়েন্ট অর্জন করে। এই জয়ে সমান ম‍্যাচে অ‍্যাতলেটিকের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের ২ এ রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম‍্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ‍্যাতলেটিকো মাদ্রিদ। ম‍‍্যাচে ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হয় ভিনিসিয়াস জুনিয়র।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 days ago 

Daily task

1000575496.jpg

1000575495.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

গতদিনে এত এটি তোমার হেরে গিয়েছে আর রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট লাভ করতে সক্ষম হয়েছে। এই তিনটা পয়েন্ট রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবারের লা লিগার টাইটেল রেসটা যেন খুব ভালোভাবেই জমে উঠেছে।

 yesterday 

এটা আমাদের Dao Proposal। অবশ্যই সকলে ভোট দিবেন, কমিউনিটির সকলের জন্য এটা বাধ্যতামূলক। এ সম্পর্কে সহজ টিউটোরিয়াল দেখুন এখানে-https://steemit.com/hive129948/@rex-sumon/dao-reserve-fund

 yesterday 

আমি ইতিমধ্যে করেছি ভাই। ধন্যবাদ।