বিধ্বংসী রিয়াল মাদ্রিদ!!

in আমার বাংলা ব্লগyesterday


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১৭ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000572143.jpg

Real Madrid এর অফিশিয়াল ইউটিউব চ‍্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া।


এই সপ্তাহে সুপার কাপ ফাইনালে একেবারে বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপর কয়েকটা দিন মোটামুটি রিয়াল মাদ্রিদ নিয়ে আলোচনা সমালোচনা ট্রল চলেছে স‍্যোসাল মিডিয়ায়। গতকাল রাতে আবার মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে এর রাউন্ড এর সিক্সটিন এর ম‍্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল আরেক স্প‍্যানিস ক্লাব সেল্টা ভিগো। ম‍্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত আড়াই টাই। অথচ সকাল ৯ টাই ছিল আমার ক্লাস। কিন্তু তারপরও আমি ম‍্যাচে দেখেছিলাম। যদিও ম‍্যাচ শেষ করে ক্লাসে এসেছি কিছুটা দেরিতে। কার্লো আনচেলওি ৪-৪-২ ফর্মেশনে দলকে মাঠে নামায়। অন‍্যদিকে সেল্টা ভিগোর ফর্মেশন ছিল ৩-৪-২-১। যথা সময়ে কিক অফ এর মাধ্যমে শুরু হয় খেলা।


1000572113.jpg

1000572114.jpg

1000572116.jpg

1000572117.jpg


প্রথম থেকে রিয়াল মাদ্রিদের মধ্যমাঠ বেশ ভালো একটিভ ছিল। এইজন্য রিয়াল মাদ্রিদ ম‍্যাচে বেশ আধিপত্য বিস্তার করতে থাকে। তবে সেল্টা ভিগো বেশ ভালো আক্রমণ করছিল। বেশ কয়েকবার তারা দারুণ কিছু সুযোগ তৈরি করে কিন্তু মাদ্রিদ গোলকিপার লুনিন সেভ দিয়ে দেয়। এভাবেই চলতে থাকে ম‍্যাচ। মোটামুটি দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করছিল। ম‍্যাচের ৩৭ মিনিটে দানি সিভালস এর সহায়তায় দারুণ একটা গোল করে কিলিয়ান এমবাপ্পে। এই গোলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম‍্যাচের প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরূতেই ব্রাহিম দিয়াজের সহায়তায় দারুণ একটা গোল করে ভিনিসিয়াস জুনিয়র। ভিনির গোলে ২-০ তে এগিয়ে যায় মাদ্রিদ।


1000572119.jpg

1000572120.jpg

1000572122.jpg

1000572123.jpg


এরপর আবার যথারীতি খেলা চলতে থাকে। সেল্টা ভিগো তাদের আক্রমণ বাড়াতে থাকে। চলতে থাকে একের পর আক্রমণ। ম‍্যাচের ৮৩ মিনিটে জানাথন বাম্বা সেল্টা ভিগোর হয়ে গোল করলে ব‍্যবধান কমে আসে। ম‍্যাচের অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে পেনাল্টি পাই সেল্টা ভিগো। পেনাল্টি থেকে গোল করলে ম‍্যাচ চলে আসে সমতায়। ম‍্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। ততক্ষণে রিয়াল মাদ্রিদের দুই তরুণ এন্ড্রিক এবং আর্দা গুলার মাঠে নেমেছে। ম‍্যাচের ১০৮ মিনিটে আর্দা গুলার এর অ‍্যাসিস্টে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটা গোল করে এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে এগিয়ে যায়। এর ঠিক ৪ মিনিট পরে ১১২ মিনিটে ডিবক্সের অনেক টা বাইরে থেকে দূর পাল্লার শর্টে একেবারে চোখ ধাধানো একটা গোল ফেদে ভালভার্দে। এই গোলে পুরোপুরি ৪-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।


1000572141.jpg

1000572137.jpg

1000572135.jpg

1000572133.jpg


অতিরিক্ত সময়ের শেষ মূহূর্তের খেলা চলছে। সেল্টা ভিগো ডিবক্স থেকে অসাধারণ একটা ব‍্যাক হিল করে গোল করে এন্ড্রিক। ৮০ মিনিটে মাঠে নেমে দুই গোল করে বসে এই ১৮ বছর বয়সী তরুণ। স্টেডিয়ামের সমস্ত রিয়াল মাদ্রিদ ফ‍্যান উচ্ছসিত হয়ে যায় তাকে নিয়ে। মোটামুটি ম‍্যাচ শেষে ৫-২ বিশাল ব‍্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তবে মধ‍্যমাঠে অসাধারণ খেলে সবচাইতে বেশি ৮.৮ রেটিং নিয়ে ম‍্যাচ সেরা হয় চুয়োমিনি। সবমিলিয়ে অসাধারণ একটা ম‍্যাচ হয়েছে। অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ যেন একেবারে বিধ্বংসী হয়ে ফিরে আসে। ম‍্যাচ টা আমি বেশ উপভোগ করেছিলাম। আমার রাত জেগে খেলা দেখাটা স্বার্থক হয়েছিল।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 yesterday 

Daily task

1000572155.jpg

1000572151.jpg

1000572060.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 hours ago 

রিয়াল মাদ্রিদ এবং সেল্টা ভিগোর মধ্যে টানটন উত্তেজনা সম্পূর্ণ একটি ফুটবল ম্যাচ এর রিভিউ করেছেন ভাই। প্রথমে রিয়াল মাদ্রিদ দুটি গোল করে,যেখানে একটা সময় দুই দল সমতায় ফিরলেও রিয়েল মাদ্রিদের দুই তরুণ খেলোয়াড়ের কৃতিত্বে রিয়াল মাদ্রিদ পাঁচ:তিন ব্যবধানে জিতে যায়। ভীষণ মজা করে আপনার রিভিউ টি উপভোগ করলাম। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।