গুরুত্বপূর্ণ জয়!!

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ১৬ ই মার্চ ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000575674.jpg

Laliga TV থেকে স্কিনশর্ট নেওয়া।


গতকাল রিয়াল মাদ্রিদের ম‍্যাচ ছিল। লা লীগার ম‍্যাচে গতকাল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল। ম‍্যাচটা ছিল ভিয়ারিয়ালের মাঠে। এই ম‍্যাচে ভিনিসিয়াসকে শুরুর একাদশে রাখেনি কার্লো আনচেলওি। ডিফেন্সে রুডিগেরও ছিল শুরুর একাদশের বাইরে। সেন্টার ব‍্যাকে ছিল রাহুল অ‍্যাসেনসিও এবং চুয়োমিনি। ম‍্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কারণ তারা ইতিমধ্যে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। ম‍্যাচে রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-২-১-৩। অন‍্যদিকে ভিয়ারিয়ালের ফর্মেশন ছিল ৪-৪-২। ভিয়ারিয়াল খুব ভালো দল না। তবে তারা প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন বলা চলে। তারপর তাদের মাঠে ম‍্যাচ কখনোই সহজ হবে না।


1000575665.jpg

1000575667.jpg

1000575671.jpg

1000575676.jpg

1000575677.jpg


সঠিক সময়েই খেলাটা শুরু হয়। ম‍্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ বেশ কিছুটা ব‍্যাকফুটে চলে যায়। মাদ্রিদের দখলে খুব একটা বল থাকছিল না। ভিয়ারিয়াল নিজেদের দখলে অধিকাংশ বল রেখে আক্রমণ বিল্ডআপ করতে থাকে। একপ্রকার চাপে পড়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ঠিকমতো কাজ করছিল না বলা যায়। ম‍্যাচের ৭ মিনিটে কর্ণার কিক পায় ভিয়ারিয়াল। কর্ণার কিক থেকে জুয়ান ফয়ুথ গোল করে ভিয়ারিয়াল কে লিড এনে দেয়। ১-০ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে ভিয়ারিয়াল। তবে কর্তোয়া একের পর এক অসাধারণ সব সেভ দিতে থাকে। মৃলত কর্তোয়ার জন‍্যই দ্বিতীয় গোল হজম করেনি রিয়াল মাদ্রিদ। এভাবেই খেলা চলতে থাকে। তবে এরপর রিয়াল মাদ্রিদ বেশ গুছিয়ে খেলতে থাকে।


1000575681.jpg

1000575682.jpg

1000575683.jpg

1000575688.jpg

1000575689.jpg


রিয়াল মাদ্রিদ বেশ কিছু আক্রমণ বিল্ড আপ করে। ম‍্যাচের ১৭ মিনিটে ব্রাহিম দিয়াজের নেওয়া শর্ট ঠেকিয়ে দেয় ভিয়ারিয়াল গোলরক্ষক। তবে ফিরতি বলে দারুণ একটা শর্ট করে গোল করে কিলিয়ান এমবাপ্পে। ম‍্যাচে সমতা ফিরে আসে। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। বলতে গেলে রিয়াল মাদ্রিদ তাদের মূল খেলায় ফিরে এসেছিল। এর কিছুক্ষণ পর ম‍্যাচের ২৩ মিনিটে ভাসকেজের অ‍্যাসিস্টে দ্বিতীয় গোল করে কিলিয়ান এমবাপ্পে। ম‍্যাচে ১-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আবার খেলা চলতে থাকে। পরবর্তীতে দুই দলই বেশ ভালোই আক্রমণ চালাচ্ছিল। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। আবারও ভিয়ারিয়াল একের পর এক আক্রমণ করতে থাকে রীতিমতো চাপে পড়ে যায় রিয়াল মাদ্রিদ।


1000575708.jpg

1000575707.jpg

1000575705.jpg

1000575691.jpg

1000575692.jpg

1000575696.jpg


তবে কর্তোয়ার দারুণ সব সেভ এর জন্য রিয়াল মাদ্রিদ কোন গোল খাইনি। দ্বিতীয়ার্ধে ডিবক্সের মধ্যে ভিয়ারিয়ালের খেলোয়ারের হাতে বল লাগে। তবে রেফারি সেটা পেনাল্টি দেয় না। তবে ঐটা একেবারে ক্লিয়ার পেনাল্টি। ম‍্যাচের বাকি সময়ে ভিয়ারিয়াল বেশ অনেক গুলো চেষ্টা করেছিল। কিন্তু কোন গোল করতে পারেনি। ফলাফল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়টা অনেক দরকার ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এই জয়ে লীগে ২৮ ম‍্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন‍্যদিকে দুই ম‍্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে এবং এক ম‍্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে অ‍্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। আগামীকাল বার্সেলোনা অ‍্যাতলেটিকো ম‍াদ্রিদ ম‍্যাচে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 5 days ago 

Daily task

1000575720.jpg

1000575719.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.