কবিতা আবৃত্তি ( বনলতা সেন- জীবনানন্দ দাশ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটবেলা থেকেই একটা ব্যাপার লক্ষ্য করতাম নাটোরের নামটা আসলেই স্বয়ংক্রিয়ভাবে বনলতা সেন এর নামটা চলে আসতো। অনেক নাটোরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় নামটার। আবার অনেকেই দেখি তার প্রেমিকাকে বনলতা সেন এর সাথে তুলনা করে থাকে। বনলতা সেন জীবনানন্দ দাশের লেখা সেই বিখ্যাত কবিতা । বলা হয় বাংলা সাহিত্যে যত রোমান্টিক কবিতা আছে এখন পযর্ন্ত কেউই এই বনলতা সেন কবিতা কে টপকে যেতে পারেনি। কথাটার সাথে আমি পুরোপুরি একমত। বনলতা সেন এর প্রথম লাইনটাই তো অনবদ্য।
এই কবিতা টা আপনারা অনেকেই পড়ে থাকতে পারেন। এই কবিতা টা আমার বেশ পছন্দের। জীবনানন্দ দাশের এই কবিতা টা পাঠক মহলে সবচাইতে বেশি পরিচিত বলা যায়। আজকে আমি জীবনানন্দ দাশের বনলতা সেনা কবিতার আবৃত্তি টা আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- বনলতা সেন
- জীবনানন্দ দাশ
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Emon423/status/1906622296951066893?t=KH4nskfbZXNxT8ih3_eOqw&s=19
https://x.com/Emon423/status/1906623009848496197?t=ZvCdsa63o0CbBatd9b8c-w&s=19
https://x.com/Emon423/status/1906623901049753695?t=2oO88nz0fKzgTHxJCikHGA&s=19
https://x.com/Emon423/status/1906624146446172196?t=fuhJT5lQdQRnsYJ7tDwIxA&s=19
https://x.com/Emon423/status/1906624449547501852?t=ligGhx431bBqAuBeO-umSw&s=19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟