আমার সংগ্রহিত বইয়ের ফটোগ্রাফি ( পর্ব: ৩ )!!

in আমার বাংলা ব্লগ2 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ১৬ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000570582.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। এই সবমিলিয়ে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। তো ২০২৫ নতুন বছর কেমন যাচ্ছে আপনার? আশাকরি নিজের পরিকল্পনা অনুযায়ী সবাই এগিয়ে যাচ্ছেন। যাইহোক আপনাদের জন্য শুভকামনা। আমি আমার আগের দুইটা পোস্টে আমার সংগ্রহে থাকা বেশ কিছু বইয়ের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি আরও কিছু বইয়ের ফটোগ্রাফি শেয়ার করে নেব। তবে আজকের টাই লেষ আপাতত। কারণ আমার কাছে আর সেরকম বই নেই। যা আছে বাড়িতে । যাইহোক চলুন শুরু করা যাক।



1000570581.jpg


  • জীবনানন্দ দাশ আমার সবচাইতে পছন্দের কবি। প্রকৃতি, প্রেম, দেশত্ববোধ সবকিছুই উঠে এসেছে তার কবিতায়। তবে সবচাইতে বেশি যেটা উঠে এসেছে সেটা হলো দর্শন। তার মতো ফিলোসপির কবিতা বাংলা সাহিত্যে নেই বললেই চলে। এই বাংলার মানুষ এখনও বনলতা সেন'কে খোঁজে তার প্রিয় মানুষের মাঝে। এটা জীবনানন্দ দাশের একটা কাব‍্যগ্রন্থ। আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে আমি একদিন এই বইটা নিয়ে পড়তে শুরু করি। একে একে অনেক গুলো কবিতা শেষ করেছিলাম।


1000570580.jpg


  • বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এর কালজয়ী উপন‍্যাস হলো পথের পাঁচালি। পথের পাঁচালির পরবর্তী পার্ট হলো এই অপরাজিত। এখানে অপুর জীবনের আরও কিছু টা সময় লেখক তুলে ধরেছেন। বেশ দারুণ একটা উপন‍্যাস এইটা। যারা বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এর এই বইটা পড়েছেন তারা খুব ভালোভাবে এটা সম্পর্কে বলতে পারবেন। এই বইটা আমি কিনেছিলাম অনলাইন থেকে।


1000570579.jpg


  • বাংলা সাহিত‍্যের অন‍্যতম শ্রেষ্ঠ উপন‍্যাস পথের পাঁচিলি এটা বললেও ভুল হবে না। বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এতো চমৎকার ভাবে মানুষের সাধারণ জীবন যাপন দুঃখ কষ্ট গ্রামীণ প্রকৃতি এই উপন‍্যাসে তুলে ধরেছেন সেটা এককথায় অসাধারণ। প্রথমে পড়া শুরু করলে আপনার ভালো লাগবে না। কিন্তু কিছুটা এগিয়ে গেলে আপনি চাইলেও আর পড়া শেষ না করে উঠতে চাইবেন না। আমার অনেক পছন্দের একটা উপন‍্যাস এইটা।


1000570578.jpg


  • এই আদর্শ হিন্দু এটাও বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়ের একটা কালজয়ী উপন‍্যাস। একটা মানুষ কীভাবে তার ছোট স্বপ্নকে সঙ্গী করে দীর্ঘদিন বেঁচে থাকে। কীভাবে সে তার স্বপ্ন পূরণ করবে সেই চিন্তা করতে থাকে এমন দারুণ কিছু ব‍্যাপার উঠে এসেছে এই উপন‍্যাসে। মানুষ চেষ্টা করলে একটা সময় গিয়ে সবকিছুই হয়। এই উপন‍্যাস টা যেন তার একটা উদাহরণ। এটা আমার বেশ পছন্দের একটা বই।


1000570582.jpg


  • এখানে তিনটা বই আছে। এই তিনটা বই আমি একসঙ্গে নীলক্ষেত থেকে কিনেছিলাম মাএ ৫০০ টাকা দিয়ে। এর মধ্যে পুতুলনাচের ইতিকথা এবং ইছামতী উপন‍্যাস টা শেষ করেছি কিন্তু জননী টা এখন ও পড়া হয়নি। বাংলা সাহিত‍্যের অন‍্যতম সেরা একটা উপন‍্যাস হলো পুতুলনাচের ইতিকথা। কাউকে না ছুয়ে শুধুমাত্র অনূভব করে দীর্ঘদিন যেন ভালোবাসা যায় এই উপন‍্যাস টা সেটার একটা উদাহরণ। পাশাপাশি অসাধারণ কিছু ব‍্যাপার এই উপন‍্যাসে ফুটিয়ে তুলেছেন লেখক মানিক বন্দ‍্যোপাধ‍্যায়। ইছামতী উপন‍্যাস টা লিখেছেন বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়। এই উপন‍্যাস টা ইছামতী নদী এবং নীল বিদ্রোহের একটা অংশ নিয়ে লেখা।


1000570583.jpg


  • একেবারে সাধারণ প্রেম কাহিনি ন‍্যাকামি মার্কা বই আমার একেবারে পছন্দ না। থ্রীলার আমার বেশ পছন্দ। মোটামুটি মোহাম্মদ নাজিম উদ্দিন স‍্যারের বেশ কিছু থ্রীলার আমি পড়েছি। তার মধ্যে হলো এইটা অন‍্যতম। এই বইটা আমি কিনেছিলাম নীল ক্ষেত থেকে। তবে এই বইয়ে কোন ডিসকাউন্ট পাইনি। প্রথম উনার বইয়ের অনেক ডিমান্ড আর দ্বিতীয়ত বাতিঘর প্রকাশনীর বইগুলো খুব একটা কম দামে আপনি পাবেন না।


1000570567.jpg


  • পদ্মা পাড়ের জেলেদের জীবনকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ‍্যোপাধ‍্যায় এই উপন‍্যাসে। এই উপন‍্যাসের প্রধান চরিএ কুবের এবং কপিলা। আপনারা যারা স‍্যোসাল মিডিয়া ব‍্যবহার করেন কুবের এবং কপিলা কে নিয়ে মিম তো অবশ্যই দেখে থাকবেন। এটাও একটা কালজয়ী উপন‍্যাস। আমার অনেক পছন্দের একটা বই এটা।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 days ago 

Daily task

1000572016.jpg

1000572015.jpg

1000572013.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনি বেশ বই পড়েন তা আপনার বই এর ফটোগ্রাফি পোস্ট দেখেই বোঝা যায়। বই মানুষের প্রকৃত বন্ধু যে কখনও কস্ট দেবে না। তাই বইকে যারা ভালবাসে তারা বেশ ভালো থাকে। আপনার বই এর পূর্বের ফটোগ্রাফিগুলো দেখা হয়নি। তবে আজকের ফটোগ্রাফি করা বই এর কিছু বই আমি পড়েছি। তবে মোহাম্মদ নাজিম উদ্দিন স‍্যারের কোন বই আমার পড়া হয়নি। সময় করে পড়বো আশাকরি।

 2 days ago 

জীবনানন্দ দাশ তোমার পছন্দের কবি সেটা খুব ভালো ভাবেই জানি। তবে নিজেকে যেভাবে কাব্যিকতার আদলে সাজিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছো সেটা সত্যিই দারুন ব্যাপার। আমরা ইন্জিনিয়ার হলেও যে কবিতা পড়তে পারি, গল্প লিখতে পারি আর উপন্যাসের ঘটনার আকস্মিকতা অনুভব করতে পারি এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। তোমার বই গুলো দেখে কিন্তু সত্যিই হিংসে হয়, ইস যদি তোমার বয়সটা যদি আবার পেতাম, হয়তো নতুন করে বইয়ের মাঝে ডুবে যেতাম।