আমি বুঝতে পারছি আপনি যে সমাজে বাস করেন, তা হয়তো বেশি শিক্ষিত নয়,অথবা কর্মক্ষম মানুষ খু্ব কম রয়েছে।
তাদের কোন কাজ নেই তাই হয়তো আপনার সমালোচনায় ব্যস্ত থাকে।
কোন ব্যাপার না।
ওরাই একদিন আপনাকে ডেকে বলবে খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই নিজের দিনলিপি শেয়ার করার জন্য
শিক্ষিত না এটা বলা ভুল হবে, তবে প্রকৃত শিক্ষার অভাব এটা বলা যায়।