আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)|| 10% @shy-fox & 5% @ abb-school
আমার বন্ধু এবং আমি
আজকে যাব বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের, অনেকেরই চেনা জানা ও পরিচিত নাম ভিন্ন জগৎ-এ
what 3words Location
আমার অনেক ভালো বন্ধু গালিব হোসাইন এবং আমি ডালিম মেহেরবান আপনাদের সকলকে নিয়ে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
what 3words Location
দৃষ্টিনন্দন রাস্তা ও প্রকৃতিতে আলোড়ন সৃষ্টি করেছে সবুজের সমাহার। কৃষকের ধান ক্ষেতের বুক চিরে মনে হচ্ছে রাস্তা বেরিয়েছে এবং সেই রাস্তা দিয়ে আমরা আজ যাচ্ছি 👇
বিভিন্ন রকম প্রকৃতির মধ্য দিয়ে রংপুর বিভাগে অবস্থিত ভিন্ন জগতে।
চলুন তাহলে ভিন্ন জগতে যাই। 👇
ভিন্ন জগতে যেতে যেতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের ফসলের মাঠ ধানের ক্ষেত গাছপালা একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ। আর মনের মধ্যে লালিত ভিন্ন জগতে যাচ্ছেন এ কথাটাই মনকে বারবার নাড়া দিবে।👇
আমরা সৈয়দপুর থেকে রওনা দিলাম ঠিক রংপুরের আগে ভিন্ন জগতের পিছনের গেট দিয়ে আমরা প্রবেশ করব।
ভিন্ন জগতে যেতে সহজ ও শর্টকাট পিছনে রাস্তা দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দৃষ্টিনন্দন মাটির এই রাস্তাটি আপনাদের দৃষ্টিগোচর হবে।
সেই সাথে আপনি দেখবেন এই বিলটি যা ভিন্ন জগতের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।👇
এ বিলটি ভিন্ন জগতের ভিতরে প্রবেশ করেছে। দৃষ্টিনন্দন এই বিলটি এবং কাঁচামাটির এই রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি ভিন্ন জগতে।👇
কাঁচা সড়ক পথ এবং লেকের চমৎকার প্রকৃতি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে ভিন্ন জগতের প্রবেশদ্বার দেখতে পাবেন।
এটি হচ্ছে ভিন্ন জগৎ এর প্রবেশের দ্বিতীয় দার। বৃহৎ আকারের দরজার সাথেই বাইক
রাখার স্ট্যান্ড। বাইরে রাখার জন্য ২০ টাকা 💸 এবং ভিন্ন জগতের ভিতরে প্রবেশ করার জন্য ১০০টাকা 💰। প্রদান করে ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন মনোরম প্রকৃতি।
what 3words Location
রংপুরের ভ্রমণ স্পটগুলোর মধ্যে ভিন্ন জগৎ অন্যতম। এটি রংপুরের সবচেয়ে বড় বিশাল জায়গা জুড়ে বিস্তীর্ণ পিকনিক স্পট ও পর্যটনকেন্দ্র।
what 3words Location

what 3words Location

what 3words Location
আপনি দিনব্যাপী হাঁটলেও মনে হয় শেষ হবেনা। তাই যত সামনে এগ্রিমেন্ট তত সুন্দর প্রকৃতি ও কৃত্রিম সৌন্দর্যের বিভিন্ন স্থাপনা পরিলক্ষিত করবেন।
what 3words Location

what 3words Location
আমার দেখা ভিন্ন জগৎ এর প্রথম পর্বের ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শন এর ক্ষুদ্র প্রচেষ্টা 👇
আজকে ভিন্ন জগতে প্রবেশ করা অব্দি আপনাদের সামনে সামনে ভিডিও চিত্রের মাধ্যমে ধারণ করে উপস্থাপন করলাম। আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সামনে আমার দেখা ভিন্ন জগৎ এর দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ
ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
ছবিগুলো দেখার মতোন ছিলো,তবে লেখার পরিমাণ আরো একটু বাড়াতে হবে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার দেখা ভিন্ন জগৎ এ, আমি যেভাবে দেখেছি তা উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথম পর্বে বলার মত আর কিছুই ছিল না। আশা করি দ্বিতীয় পর্বে দৃষ্টিনন্দন অনেক কিছুই থাকবে যা আমার লেখার মাধ্যমে ফুটিয়ে ওঠার চেষ্টা করব।
ভিন্ন জগৎ নামটি কেমন অন্য রকমের যদিও জায়গাটাও ভীষণ সুন্দর।সবুজ প্রকৃতি ও বড় রঙিন আনারসের কারুকাজ দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করে সহজ ভাবে বিষয়টি আমাকে অবগত করার জন্য। ভিন্ন জগৎ সম্পর্কে দ্বিতীয় পর্বে অনেক কিছুই থাকবে। কেন এই ভিন্ন জগৎ নামটির তাৎপর্য ও এই জগতের নিদর্শন দেখতে পাবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল।
অনেক দিন পরে ভিন্ন জগতের কিছু চিত্র দেখলাম ২০১২ সালের পরে আর রংপুরের দিকে যাওয়া হয় নি। আপনার এই পোষ্ট গুলোর মাধ্যমে আমি ভিন্নজগৎ কে উপলব্ধি করতে পারবো। পরের পর্ব গুলোর অপেক্ষায় রইলাম
ধন্যবাদ মামুন ভাই, অনেক সুন্দর মন্তব্য করেছেন আশা রাখি দ্বিতীয় পর্বে ভিন্ন জগতের অনেক কিছুই নিদর্শন দেখতে পাবেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সুন্দর মন্তব্যর জন্য।