সম্মানিত আমার বাংলা ব্লগের সকল স্তরের ব্লগার ভাই ও বোনদের জানাই, আমার দেখা ভিন্ন জগৎ এর চতুর্থ পর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 💕 |
সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে এ পর্যন্ত যতগুলো তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তা আমার চক্ষু সন্নিকটে যা ঘটেছে বা দেখেছি, তাই আপনাদের সামনে, আমার মনের আবেগ ও সংকীর্ণ জ্ঞানকে ব্যবহার করে তার মূলভাব ব্যক্ত করেছি।🤯
আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)
আমার দেখা ভিন্ন জগৎ-(দ্বিতীয় পর্ব)
আমার দেখা ভিন্ন জগৎ এর-(তৃতীয় পর্বে) আমি বৃহৎ আকারে কৃত্রিম ভাবে তৈরিকৃত বিশাল দেহধারী ডাইনোসর এর কার্যক্রম এবং দৃশ্যমান আলোকচিত্র প্রদর্শন করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি।
ডাইনোসর ওয়ার্ল্ড থেকে, কিছুদূর যেতে না যেতে আমার চোখের সামনে দৃশ্যমান হলো মিষ্টি পান বিক্রেতার এই ভাসমান দোকান। যা বর্তমানে আপনাদেরও চোখের সামনে দৃশ্যমান।

Device : Redmi Note 8
what 3words Location
হরেক রকম মিষ্টি মাসালা রেখে পান বিক্রেতা কোথায় জেগেছে তার কোন হদিস নেই। 🤪

একটু বলে রাখি, অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যর অস্বাভাবিক বৃদ্ধির কারণে এবং করোনা পরিস্থিতির দীর্ঘ পরিক্রমার কোরাল গ্রাস এই বিনোদন কেন্দ্রগুলোকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। এমতা অবস্থায় ভিন্ন জগতে আগত দর্শনার্থীর সংখ্যা নেই বললেই চলে।
ভিন্ন জগৎ এর এই দোকানগুলো একসময় বাহারি খরিদ্দার ও আগত দর্শনার্থী দ্বারা ভরপুর ছিল।

Device : Redmi Note 8
what 3words Location
বর্তমানে এইসব দোকানে কোন ধরনের কাস্টমার নেই বললেই চলে।

Device : Redmi Note 8
what 3words Location

Device : Redmi Note 8
what 3words Location
বেশিরভাগ দোকানেই দেখছি খোলা রেখে দোকানে পাশে বসে আড্ডা মারছেন।
যাইহোক সুন্দর কলাকৌশল সম্বলিত এইসব দোকানে পাওয়া যায় ঝিনুকের তৈরি এবং মুক্তোর মালা সহ বিভিন্ন বাণিজ্যিক ও শৈল্পিক নিদর্শন সম্বলিত পণ্যদ্রব্য। যা দেখলে বাচ্চা বুড় সহ সব ধরনের মানুষের এই দৃষ্টিনন্দন একেবারেই মন কেড়ে নেয়।

Device : Redmi Note 8
what 3words Location

Device : Redmi Note 8
what 3words Location








বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তা একসময় ঝরনার পানি প্রবাহিত হয়ে একটি সুন্দর সৌন্দর্য দৃশ্যমান হতো। বর্তমানে আগত দর্শনার্থী না থাকায় এইসব ঝরনার কারুকার্য ভুতুড়ে অবস্থান প্রায়।





তার পরেও আগত দর্শনার্থী এখানে এসে প্রশান্তির নিবিড় ছায়াতলে নিজেকে আংশিক মেলে ধরে। সবার মত করে আমিও এই জায়গায় নিজের স্মৃতিকে আবদ্ধ করলাম।

Device : Redmi Note 8
what 3words Location
আজ এ পর্যন্তই দেখা হবে আমার দেখা ভিন্ন জগতের পঞ্চম পর্বে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়। 💕 |
ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন
আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

বাহ ভাইয়া আপনার দেখা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো কর পাশাপাশি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া, আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মন মুগ্ধ করেছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার বর্ণনা আপনাকে ভালো লেগেছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন এবং পাশেই থাকবেন।
আপনার পোস্টে লেখার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে,যা আপত্তিজনক।আর মার্কডাউন এর সঠিক ব্যবহার একেবারে নেই বললেই চলে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে চোখের দেখা দৃশ্যমান জায়গাগুলো আমার দৃষ্টিতে যেভাবে দেখেছি, ঠিক সেভাবেই, আমার আঙ্গিকে এবং একান্তই নিজের মতো করে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি মাত্র। এছাড়াও প্রতিটি পোস্টে, নতুনত্ব এবং সৃজনশীলতার আলোকে পোস্ট করতে হবে-বিধায়, একটি পোস্ট হতে, আরেকটি পোস্ট, একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন এবং মার্কডাউন এর মধ্যেও কিঞ্চিত ভিন্নতা আনার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যদিও পোস্টগুলো একটু ব্যতিক্রম এবং আকর্ষণীয় হওয়ার জন্য আমি আমার মত করে উপস্থাপন করি। তবে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি, আপনি যে বিষয়গুলো উল্লেখ্য করেছেন তা মনে থাকবে। ধন্যবাদ...😔
আপনার দেখা ভিন্ন জগৎ এর চতুর্থ পর্বে এসে আপনি বিভিন্ন স্থানের/জায়গার সাথে আপনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। যদি ও সরাসরি দেখতে যাওয়া একেবারে হাতের নাগালে বল্লেই চলে।তাই সুভাগ্য যে আপনার পোস্ট শেয়ারের মাধ্যমে সব দেখার সুযোগ হয়ে গেল। আপনার সফলতা কামনা করছি।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনি আপনার ভ্রমণ কাহিনী অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন.তবে ভ্রমণকাহিনিতে যে ছবি আপনি দিয়েছেন তা কাহিনীর সাথে সাথে দেওয়া হলে ভালো হতো.
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।