সঠিক চিন্তাভাবনা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
সঠিক চিন্তা ভাবনা বলতে এখানে আমি জীবন সম্পর্কে যারা সঠিক চিন্তাভাবনা করে সেই কথাই বলতে চেয়েছি। এছাড়াও বিভিন্ন কাজের ক্ষেত্রে যারা সঠিক চিন্তা ভাবনা করতে পারে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে যে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমরা যদি কোন কাজে সঠিক চিন্তাভাবনা না করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে এতে করে আমাদের সামনে অনেক ধরনের বিপদ আসতে পারে। আসলে না বুঝে শুনে যদি আমরা কোন কাজ করতে চাই তখন দেখি যে সেই কাজে বিভিন্ন ধরনের বাঁধা রয়েছে তাহলে কিন্তু আমরা সেই কাজটিতে আর কখনো সফলতা অর্জন করতে পারবোনা। কেননা এই পৃথিবীতে যারা সাফল্য অর্জন করতে পেরেছে তারা একটা জিনিস সবসময় মাথায় রেখে চলে যে তারা কোন ক্ষেত্রে যাওয়ার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করে।
আসলে কোন কাজ করার আগে যদি আমরা সঠিক চিন্তা ভাবনা করে সেই কাজটি করতে পারি তাহলে সেই কাজটি যেমন আমাদের কাছে সহজ হবে এবং একই সাথে সেই কাজটি অনেক বেশি দ্রুত সম্পন্ন হবে। আসলে এই পৃথিবীতে সঠিক চিন্তা ভাবনা নিয়ে খুব কম লোক জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। কেননা তাদের কাছে কোন কাজের আগে চিন্তা ভাবনা করার মত কোন সময় থাকে না। আমার কাছে মনে হয় যে এইসব লোকেরা অনেকটা অলস প্রকৃতির লোক হয় এবং তাদের বুদ্ধিও অনেক বেশি কম হয়। আসলে যারা প্রকৃতি শিক্ষিত লোক তারা সব সময় কোন কাজ করার আগে সঠিকভাবে চিন্তাভাবনা করে এবং সেই কাজটি খুব সুন্দর ভাবে করার চেষ্টা করে। আর এর জন্য অন্যান্য লোক অপেক্ষায এদের কাজ অনেকটা ভালো হয়।
যদিও কিছু কিছু মানুষ রয়েছে যারা জীবনে কখনো ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারে না। আর এই খারাপ মানুষদের চিন্তাভাবনা কখনো ভালো হতে পারে না। কেননা এসব খারাপ লোকেরা সব সময় খারাপ কাজের ভিতর থাকে এজন্য তাদের মন-মানসিকতা সবসময় খারাপ হয়ে থাকে। এর জন্য আমাদের এই সঠিক চিন্তা-ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে যারা বুদ্ধিমান লোক তারা কোন কাজ করার আগে কিছু সময় ভাবতে থাকে। অনেকে মনে করে যে তারা সেই সময়ে বিশ্রাম নিচ্ছে। আসলে বিশ্রাম নিলেও কিন্তু তারা মনে মনে প্ল্যান করতে থাকে যে এই কাজটি কিভাবে সম্পূর্ণ করলেন একদিকে দ্রুত সম্পন্ন হবে এবং অন্যদিকে কম কষ্ট হবে।
এজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে করে আমরা জীবনে যা কিছুই করি না কেন অবশ্যই সব কিছুর আগে পরিকল্পনা করে এগোতে হবে। আর এভাবে যদি আমরা পরিকল্পনা অর্থাৎ সঠিক চিন্তাভাবনা করে এগিয়ে যেতে পারি তাহলে আমরা একটা সময় দেখব যে আমাদের সামনে আর তেমন কোন কঠিন কাজ থাকবে না। কেননা আমরা এই কঠিন কাজগুলো চিন্তা-ভাবনা করে প্রথমে প্ল্যান করে নিয়ে কিভাবে করব এবং এর ফলে এইসব কাজ আমাদের কাছে খুব দ্রুত সম্পন্ন হবে। এজন্য আমরা সবসময় জ্ঞানী লোকেদের পথ অনুসরণ করব এবং তাদের চলার পথে নিজেদের সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এভাবে আমরা কিন্তু একটা সুন্দর জীবন গড়তে পারবো যেখানে আমরা নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
This is very encouraging sir,it means that decision making should not go away from our mind, and also good planning is also a factor for future progress.
You have showcase a way for progress,'Right Thinking ' You are very correct that a lot of persons do go into business or tasks without making right planning and they failed and regret.
It is necessary to be proactive in right thinking about what we want to do in life,time waits no man and human being are those key factors for developing a fastest world with eight thinking.
This you article is a food for thought and I really appreciate it and I promise to apply it more and more for better outcome in my daily life tasks.
Am impress,it amazing.
Am in love with your write up.
Thank you for today materials
Source
প্রত্যেকটা মানুষের জীবনেই পরিকল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পরিকল্পনা অনুযায়ী যদি জীবনে অগ্রসর হওয়া যায় তাহলে অনেক বেশি সফলতা পাওয়া যায়। সঠিক পরিকল্পনা মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।