প্রথম প্রেমের গল্প
আজ কেন জানি প্রথম প্রেমের গল্প বলতে খুবই ইচ্ছা করছে। প্রথম প্রেম বলতে একটু ভুল হয়ে যাবে, কারণ সেটা প্রথম ভালোলাগা হবে। তখন আমি ক্লাস ওয়ানে কিংবা ক্লাস টু এ পড়ি। তখনকার বিষয়গুলো এতটা ভালোভাবে মনে নেই এবং যে মেয়েকে আমার ভালো লাগতো তার নামও আমি ভুলে গেছি, অবাক করা বিষয় হলেও এটাই স্বাভাবিক। সময়ের বিবর্তনে সবকিছুই কেন জানি মাথা থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক যখন আমি ক্লাস টু এ পড়তাম তখন সেই মেয়েকে দেখতে অনেক ভালো লাগতো।
সেই মেয়েটি ছিল আমার ক্লাসের আমার বেস্ট ফ্রেন্ড এবং তার সাথেই সব সময় চলাচল করতাম। তার সাথেই একসাথে টিফিন খেতাম এবং আরো বিভিন্ন ধরনের মজ মাস্তি করতাম। মাঝেমধ্যে সে আমার হোমওয়ার্ক করে দিত আমিও তার হোমওয়ার্ক করে দিতাম। এই জায়গা থেকেই কেন জানি একটা সেই ছোটবেলার প্রথম প্রেমের অনুভূতি জেগে উঠেছিল। কিন্তু আজ পর্যন্ত কখনো তাকে বলেই উঠতে পারিনি। তবে গত ঈদে তাকে হঠাৎ করেই কেন কেন জানি আর তাকে দেখতে পেলাম। সে রিক্সায় কোথাও ঘুরতে যাচ্ছে। নামটা যদিও মনে নাই কিন্তু তার চেহারাটা এখনো আমার স্পষ্ট মনে আছে। তাই তো আজ সেই কাহিনী লিখতেই বসে বললাম।
সেই মেয়েটির অনেক ভদ্র ছিল অনেক নম্র ছিল। যখন স্কুলে আসতো মাথায় ঝুটি বেঁধে আসতো, দেখতে সেই কিউট লাগতো। সবমিলিয়ে প্রথম প্রেমের অনুভূতিটা যে রকম হওয়া দরকার ঠিক তেমনি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তাকে কখনো মুখ ফুটে বলতে পারেনি। আমরা একসাথে একই স্কুলে দুই বছর ছিলাম এরপর সেই স্কুল পরিবর্তন করে কোথায় জানি চলে গিয়েছিল। এর পরে আর তার সাথে কখনোই দেখা হয়নি। তবে গত দুদিন আগেই ঈদের সময় তাকে আবারও রিক্সায় দেখতে পেলাম তাই মনটা একটু আনচান করছে, হাহাহা।
Did you greet her? First love is like the white moonlight, leaving more aftertastes.