বাংলার কৃষকদের জীবন
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাংলার কৃষক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আমরা সবাই এইসব বাংলার কৃষকদের উপর নির্ভরশীল। কেননা এই পৃথিবীতে যদি কৃষক শ্রেণি না থাকতো তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতাম। অথবা আমাদেরকে বাধ্য হয়ে আমাদের নিজেদের জন্য ফসল উৎপাদন করতে হতো। আর এজন্য আমি সমাজে সর্বোচ্চ স্থানে এসব বাংলার কৃষকদের স্থান দিতে চাই। এখানে আমরা দেখতে পাই যে সমাজে এমন কিছু কিছু লোক রয়েছে যারা কিন্তু তাদের কর্মের মাধ্যমে আজ অনেক উন্নতির শিখরে পৌঁছে গেছে। আসলে এইসব লোকেদের থেকেও আমি বাংলার কৃষকদেরকে আরও উঁচু স্থানে স্থান দিতে চাই। আমার কাছে বাংলার কৃষকেরা হলো বাংলার প্রকৃত সন্তান। আসলে এইসব কৃষকদের মধ্যে আপনি কখনো কোন ধরনের লোভ-লালসা দেখতে পারবেন না।
কেননা তারা সব সময় কঠোর পরিশ্রম করে এবং তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনটাকে কোনভাবে সামনের দিকে চালাতে চায়। যদিও বাংলার কৃষকদের জীবনটা কাটে অভাব অনটনের মধ্য দিয়ে। এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে তাদের কি করে অভাব অনটনে দিন কাটে। আসলে এইসব বাংলার কৃষকেরা তাদের সারা বছরের সঞ্চিত মূলধন দিয়ে তারা ফসল উৎপাদন করে। আর এইসব ফসল উৎপাদনের জন্য তাদের কিন্তু সব সময় অনেক বেশি খরচ হয়। কেননা বাজারের প্রতিটা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আর এই বেশি দাম দিয়ে কৃষকদেরকে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে হয়। আসলে একজন কৃষক যখন দিনশেষে বাড়িতে ফিরে তখন তার কাছে কিছুই থাকে না।
আর এর ফলে তারা যখন তাদের ফসল উৎপাদন করে সেই ফসল বাজারে বিক্রি করতে যায় তখন কিছু কিছু শ্রেণীর লোক রয়েছে যারা এসব কৃষকদের কাছ থেকে ফসলের ন্যায্য দামে কখনো ফসল ক্রয় করে না। অর্থাৎ বাংলার কৃষকেরা কিন্তু অনেকটা মূর্খ ধরনের হয়ে থাকে। তারা জীবনে কখনো কোন ধরনের শিক্ষা অর্জন করেনি। আর এই সুযোগ নিয়ে কিছু কিছু খারাপ শ্রেণীর লোক তাদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে কম দামে অর্থ কিনে নিয়ে সেই অর্থ বাজারে বেশি দামে বিক্রি করে। তাহলে আপনার এই ভেবে দেখুন যে এখানে বাংলার কৃষকেরা কিভাবে আনন্দের দিন কাটাবে। আর এজন্য বাংলার কৃষকদের ঘরে কখনো অভাব অনটন ছাড়তে চায় না। আসলে আমরা যদি সবাই মিলে এই বাংলার কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে হয়তোবা কৃষকরা একটু সুদিন দেখতে পাবে।
আর এজন্য আমাদের সবার পাশাপাশি বাংলার কৃষকদের পাশে সরকারেরও এগিয়ে আসা উচিত। কেননা সরকার যদি কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে তাহলে বাংলার কৃষকেরা যেমন ভালো থাকবে তেমনি তারা আরো মাঠে অতিরিক্ত ফসল ফলাতে চাইবে। কেননা বাংলার কৃষকেরা সামান্য সুখের জন্য যে কোন কিছু করতে রাজি আছে। তাই আমরা সবাই মিলে অবশ্যই শপথ নেব যাতে করে বাংলার কৃষকেরা কোন ধরনের এইসব খারাপ মানুষদের পাল্লায় না পড়ে। আর তাদের কাছ থেকে ন্যায্য ফসল কেনার দায়িত্ব কিন্তু সবার। আর এর ফলে বাংলার কৃষকেরা আনন্দের সহিত আমাদের জন্য প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হবে। এছাড়াও বর্তমান সময়ে সরকার এসব কৃষকদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র বিনামূল্যে প্রদান করে থাকে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
অবশ্যই কৃষি কাজ একটি হালাল ও মহৎ পেশা আমরা সকলে জরিত আপনার পোস্ট টি সত্যি খুব ভালো লাগলো
Excellent one my friend ☺️
আপনার পোস্ট টি সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই সুন্দর করে কথা বলার জন্য।
একেবারে যথার্থ বলেছেন আপনি। বেশিরভাগ কৃষকেরা অশিক্ষিত বলেই তো দালালেরা তাদেরকে ঠকিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। আর সেজন্যই কৃষকেরা ন্যায্য মূল্য পায় না। তাই তাদের সংসারের অভাব অনটন দূর হয় না। বাংলার কৃষকদের জন্য সত্যিই খুব খারাপ লাগে। সরকারের উচিত তাদের জন্য কিছু করা। কারণ কৃষকদের জন্যই আমরা খাবার খেয়ে বেঁচে আছি।