এগিয়ে থাকার প্রতিযোগিতা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রতিযোগিতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


men-8016782_1280.webp



লিংক

আসলে জীবনে যদি আমরা সামনের দিকে এগিয়ে না থাকি তাহলে আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না। এই পৃথিবীটা হলে একটা বড় প্রতিযোগিতার জায়গায়। যে প্রতিযোগিতার জায়গায় আমরা আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। এই মানুষগুলো সব সময় চেষ্টা করে যে অন্যান্য মানুষকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই চলার পথে কেউ কাউকে কখনো সাহায্য করে না। বরং অন্যান্যদের পিছনে ফেলে দিয়ে তারা সবসময় সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এইভাবে প্রতিযোগিতায় জয়ী হওয়ায় কোন আনন্দ থাকে না কখনো। অর্থাৎ জীবনে যদি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং অন্যান্য মানুষদেরকে কষ্ট দিয়ে তাদের পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেই জয় কখনো জয় হবে না।


অর্থাৎ আমরা যখন সামনের দিকে এগিয়ে যাব তখন আমাদের পাশে যারা রয়েছে তাদেরকে সব সময় একইসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে একসাথে সামনে এগিয়ে চলার একটা আলাদা ধরনের মজা রয়েছে। এই পৃথিবীতে সব মানুষের মন-মানসিকতা কিন্তু এই ধরনের কখনোই হয় না। কেননা এইরকম উদার ধরনের মানুষ এখন এই পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই কঠিন। আসলে সবাই সবার নিজের স্বার্থটাকে সর্বপ্রথম বড় করে দেখে এবং নিজের স্বার্থের বাইরে তারা আর কখনো কোন কিছু করতে রাজি থাকে না। আসলে অলস মানুষেরা জীবনে কখনোই প্রতিযোগিতা অংশগ্রহণ করার মত মন মানসিকতা রাখে না। তারা মনে করে যে জীবনে এসব প্রতিযোগিতা অংশগ্রহণ না করে যদি ঘরে বসে আরাম আয়েশে দিন কাটানো যেত তাহলে কত ভালো হতো।


কিন্তু এই জীবনটা মোটেও আরাম-আয়েশের জায়গা নয়। অর্থাৎ সবাইকে সবসময় এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় তাদেরকে বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করতে হবে। কেননা এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করতে পারে না তারা কখনো এসব প্রতিযোগিতার ধারে কাছে আসতে পারে না। আর এজন্য এসব মানুষেরা সব সময় চেষ্টা করে যে জীবনের সব সময়টুকু সঠিক ভাবে কাজে লাগানোর জন্য এবং যদি একটু সময় তারা নষ্ট করে তাহলে এর জন্য তারা অনেক বেশি দুঃখ পায়। কেননা আমাদের জীবনের সবথেকে মূল্যবান অন্যতম একটা জিনিস হল সময়ে। এই সময়ের যারা সঠিক মূল্যায়ন করতে পারে না তারা জীবনের প্রতিযোগিতা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই সময়ের মূল্য আমাদের কাছে সবথেকে বেশি।


এজন্য আমাদের সব সময় চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে আমরা যদি চিন্তাভাবনা করে আমাদের জীবন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি তাহলে এই প্রতিযোগিতা আমাদের কাছে অনেক বেশি সহজ হবে। কেননা আমরা অনেক ভেবে চিন্তে সামনের দিকে এগিয়ে গেলে যদিও সময় লাগে কিন্তু আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা ভাবনা চিন্তা না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা হয়তোবা জীবনের সঠিকভাবে জয়ী হতে পারে না। আসলে সবকিছু আস্তে আস্তে করে এগিয়ে যেতে হলে আমাদের ধৈর্য রাখতে হবে। আর এজন্য এগিয়ে থাকার প্রতিযোগিতায় আমরা সব সময় কাউকে নিচু না করে সব সময় তাদেরকে একসঙ্গে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 days ago 

বর্তমানে সবকিছুতেই প্রতিযোগিতা চলে। তাই সামনের দিকে এগিয়ে যাওয়াটা মোটেই সহজ কাজ নয়। বরং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তাহলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা অলস প্রকৃতির মানুষ, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।