ক্লান্তি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ক্লান্তি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের জীবনে কখনো একটু সুখের সময় আসবে না। আসলে আমরা জন্মের পর থেকে যখন বুঝতে শুরু করেছি এই পৃথিবী সম্পর্কে তখন থেকে আমরা কাজ করতে শুরু করেছি এবং মারা যাওয়ার আগে অব্দি আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আসলে এই কর্ম স্রোতে আমরা কখনো সামান্য একটু বিশ্রাম নেওয়ার মতো সময় কখনোই পাইনা। কারণ এ জীবনে সুখ আমাদের কপালে হয়তোবা কখনোই ছিল না। আসলে আমাদের কখনো ক্লান্তি হয় না কারণ আমরা জানি আমরা যদি একবার ক্লান্ত হয়ে যাই তখন আমরা আর সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবো না। আসলে ক্লান্তি মানুষকে আর সামনের দিকে এগিয়ে যেতে দেয় না। তাইতো জীবনে একটানা আমরা পরিশ্রম করব। কারণ আমরা এই পৃথিবীতে সবাই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি।



হয়তোবা যারা এই পৃথিবীতে ধনী পরিবারের জন্মগ্রহণ করে তাদের জীবনে অতটা বেশি কঠোর পরিশ্রম কখনোই করতে হয় না। কারণ তাদের জন্য তাদের মা-বাবারা এই পৃথিবীটাকে অনেক রঙিন করে দিয়েছে যাতে করে তাদের কোন কষ্ট না হয়। আসলে তাদের এই পৃথিবীতে কোন কিছুর কখনো কোনো অভাব থাকে না। এই পৃথিবীতে শুধুমাত্র অভাব রয়েছে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর লোকেদের। তারা না পারে ভালোভাবে থাকতে আর না পারে বেশি টাকা উপার্জন করতে। আসলে তাদের জীবনটা এই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলে যায়। আসলে শত দুঃখ কষ্টেও তাদের পাশে তারা কোন প্রিয় লোককে খুঁজে পায় না।


আসলে এই পৃথিবীতে যারা ক্লান্ত তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কারণ আমরা যদি আমাদের শরীরের সাথে মনকেও ক্লান্ত করে রাখি তাহলে কোন কাজ করার মত উদ্দম আমাদের আর কখনোই থাকবে না। আসলে যারা কঠোর পরিশ্রমি তারা কখনো সময়কে নষ্ট করে না। তারা সব সময় অনেক বেশি কঠোর পরিশ্রম করে তাদের নিজেদের জীবনের উন্নতির জন্য। আসলে আমরা যদি নিজেদেরকে ক্লান্ত মনে করি তাহলে আমরা কিন্তু পরের দিন কি খাব সেই খাবার কেনার অর্থ ঘরে থাকবে না। আসলে আমাদের মা-বাবারা এত ধনী ছিল না যে আমাদের একটু ভালো থাকার জন্য তারা প্রচুর পরিমাণ অর্থ এই পৃথিবীতে রেখে যাবেন। আসলে গরিব পরিবার লোকেদের এই একটাই কষ্ট। তাদের মাতা পিতারাও যেমন কঠোর পরিশ্রম করে রেখে গেছেন। তেমনি একই রকম তাদেরকেও কঠোর পরিশ্রম করে যেতে হচ্ছে।


আসলে এসব কথা চিন্তা করলে আমাদের আর শরীরে কখনো কোন ক্লান্তি আসে না। আসলে ক্লান্ত মন এবং ক্লান্ত শরীর আমাদের সবার জন্য ক্ষতিকারক। একজন মানুষ যে সারা জীবন কঠোর পরিশ্রম করে সে কিন্তু মরার আগেও কঠোর পরিশ্রম করে যায়। এই পৃথিবীতে পরিশ্রম করা কিন্তু খারাপ কোন বিষয় নয়। আসলে আমাদের সবাইকে এই পৃথিবীতে পরিশ্রম করে যেতে হবে এবং দেশ এবং দেশের ভালোর জন্য সবসময় কাজ করতে হবে। আর আমরা যদি বেশি পরিশ্রম না করি তাহলে আমরা আমাদের পরিবারের লোকদেরকে ভালো রাখতে কখনোই পারবো না। এছাড়াও আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের মত এত কঠোর পরিশ্রম করতে না হয় সেজন্য আমরা তাদের জন্য কিছু না কিছু এই পৃথিবীতে রেখে যাব। আসলে এজন্য ক্লান্ত শরীরকে আমরা কখনোই ক্লান্ত রাখবো না। যদিও আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় কিন্তু মনকে যদি আমরা ক্লান্ত করে ফেলি তাহলে আমরা কোন কাজ আজ জীবনেও করতে পারবো না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 5 months ago 

আমাদের দেশে অধিকাংশ মানুষই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অথবা গরিব ঘরে জন্মগ্রহণ করে। জন্মের পর থেকেই কঠোর পরিশ্রম করতে হয় আমাদেরকে। কর্মের সাথে সাথে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে।
যদি আমাদের শরীরের সাথে মনকেও ক্লান্ত করে রাখি তাহলে কোন কাজ করার মত উদ্দম আমাদের আর কখনোই থাকবে না। তাই আমাদেরকে মনোবল রাখতে হবে এবং করে যেতে হবে কঠোর পরিশ্রম। যেন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।