জীবনের মরীচিকা
জীবনের প্রকৃত সংজ্ঞা হয়তো কারো কাছেই সঠিক পাওয়া যাবে না। আবার আর যাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা সবাই কিন্তু জীবনের অর্থ ভিন্ন ভিন্ন বলবে। জীবন মানে আসলেই কি এটা আসলে সঠিক কোন সংজ্ঞা নেই। কারণ এইটার সঠিক কোন সংজ্ঞা কখনো হবেই না, এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই সবার কাছেই জীবনের মত জীবনের ধারণা কিংবা জীবনের সংজ্ঞা আলাদা হতে পারে।
কারো কাছে জীবন মানেই সংগ্রাম, কারো কাছে আনন্দের এক অনন্য সমাহার। কারো কাছে দু বেলা দুমুঠো ভাত খাওয়ার যোগানের সংগ্রাম কিংবা কষ্ট, কারো কাছে পার্টি করতে যাওয়া কিংবা বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়া। বিভিন্ন ক্ষেত্রে এই জীবনের সংজ্ঞা আলাদা হতে পারে। কিন্তু আমি মনে করি জীবনের এমন একটি সময় সবাই অতিক্রম করেছে কিংবা করবে যে সময়টাতে জীবনের প্রকৃত সংজ্ঞা তারা সকলেই জানতে পারবে। এটা আসলে প্রাকৃতিক নিয়মই হয়ে থাকে।
জীবন নামের মরীচিকায় আমরা মাঝে মাঝে হারিয়ে যাই। মাঝে মাঝেই নিজেদের সত্তাকে হারিয়ে যাই। নিজেদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলি। মাঝে মাঝে নিজেকেই সবকিছু মনে করি আবার মাঝে মাঝে নিজেকেই সবার থেকে বেশি অসহায় বলে মনে হয়। এই বিষয়গুলো যখন আপনারা বুঝতে পারবেন তখন জীবন নিয়ে এত চিন্তা করবেন না। শুধুমাত্র জীবনের নিয়মে চলার চেষ্টা করবেন এবং নিজের লক্ষ্য স্থির করে কাজ করে যাবেন। তাহলে দেখবেন অন্ততপক্ষে মাত্রা অতিরিক্ত টেনশন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।