আগামী প্রজন্ম
একটা বিষয় চিন্তা করে দেখুন আপনার দাদু নানুরা কি ধরনের পরিবেশে বড় হয়েছে, এরপরে আপনার বাবা এবং মা কোন সমাজে বসবাস করেছেন? এরপরে আপনার প্রজম্ন, এই যে প্রত্যেকটা প্রজন্মের মধ্যে একটা কিন্তু গ্যাপ রয়েছে এবং এই গ্যাপগুলোর জন্যই আমাদের ভবিষ্যৎ কিংবা পরবর্তী প্রজন্ম কেমন হবে সেই বিষয়ে কিন্তু আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকি। আমাদের বর্তমান প্রজন্মের যারা জন্ম হচ্ছে তারা আমাদের থেকেও অনেকটা অ্যাডভান্স হবে বলে আমি মনে করি।
আমরা যখন ছোট ছিলাম তখন আর টেলিফোন কিংবা এতটা উন্নতি প্রযুক্তি ছিল না। যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারব। আস্তে আস্তে সেই প্রযুক্তি গুলো আসলো সেই প্রযুক্তি গুলো আসা আমাদের প্রজন্ম দেখেছে। কিন্তু এখন যারা জন্মগ্রহণ করছে তারা ছোট থেকেই সেসব প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এমন অনেক বাচ্চা রয়েছে কার্টুন না দেখলে খাবার খেতে চায় না তারা। তাহলে চিন্তা করে দেখুন পরবর্তী প্রজন্মের কাছে আরো কত অত্যাধুনিক টেকনোলজি থাকবে এবং তারা আরো কত উন্নতি সাধন করতে পারবে এই পৃথিবীতে।
আগামীর প্রজন্ম একটি বিস্ময় হতে চলেছে। এটা আমি আজকে বলে গেলাম হয়তো আমরা পরবর্তীতে এর বিস্তারিত সত্যতা যাচাই করতে পারব। তবে আমার কাছে মনে হয় তারা অত্যন্ত অ্যাডভান্স একটা সিভিলাইজেশনে পরিণত হবে। যেমনটা আমরা বিভিন্ন মুভিতে দেখছি। এইতো গত ২০০ বছরে আমাদের ইলেকট্রিক ইন্ডাস্ট্রি কিংবা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেভাবে করে উন্নতি সাধন করছে তার সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে সবকিছু উন্নতি হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন আগামী প্রজন্ম আরও কত উন্নত হতে পারে। যাইহোক আজ আর বেশ কিছু লিখছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
সময়ের পালাবদলে কিংবা কাল ক্রমে সবকিছুরই পরিবর্তন ঘটছে। যার ফলে আমাদের একেক প্রজন্ম একেক রকম সুবিধা এবং অসুবিধা ভোগ করে চলে আসছে। তারই প্রেক্ষিতে আগামী প্রজন্ম আরো উন্নত কিছু পাবে এটাই স্বাভাবিক। তবে আপনি সঠিক বলেছেন আগামীর প্রজন্ম কঠিন রকমের এডভান্স হতে চলেছে। দেখা যাক কি হতে পারে।