স্বরচিত কবিতা - " সময় ফুরায় "

আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃসময় ফুরায়

IMG-20240316-WA0000.jpg


সময় ফুরিয়ে যায়,
চলে যেতে হবে তব!
মনে পরবে কি আমায়?
আমার ঘরটা বুঝি আজ অন্ধকারে ডুবে?

এইতো সন্ধ্যে কত হইহুল্লোড়,
কতো না কিছুতে মুখরিত ছিলো সভা।
আজ কেনো এতো আঁধার তবো!
আমার প্রাণ ভোমরা সত্যিই কি শীতলছায়া!

উষ্ণ রক্ত বহমান শরীর,
আজ কেনো এতো নিস্তেজ।
আমার সংসারে আমি নেই কেনো,
এ কেমন বিধির নিষেধ!

এইতো যেনো সন্ধে লগ্নে,
ধরেছিলাম হাত প্রিয়তমার।
আজ কেনো তবো ছেড়ে গেলো ,
ছিলাম কি আদৌ প্রিয় সবার!

নাকি সব শুধু মিথ্যে ছলনা,
নাকি ছিলো শুধু মোর কল্পনা!
আজ কেনো তবু আঁধার ঘরে আমি,
আমার বাড়ির প্রদীপ নিভু নিভু কেনো জানি।

সময় আজ এসেছে ফুরিয়ে,
যেতে হবে আজ পরপারে।
দেখা হবে আবার শেষ উত্থানে,
যদি থাকি দুজন স্বর্গ পানে ।


মূলভাব

অনেকদিন ধরেই কোনো কবিতা লেখা হয় না। তাই ভাবলাম যে, আজকে একটা কবিতা লেখা যাক। আর কবিতা লেখা বরাবরই আমার অনেক বেশি পছন্দের একটি কাজ। আর আজকের কবিতাটি একটু আলাদা। অর্থাৎ সব সময় আমি প্রেম কিংবা ভালোবাসা নিয়ে কবিতা লিখতে সবচেয়ে বেশি পছন্দ করি।

কিন্তু আজকের কবিতাটি ভালোবাসা প্রেম কিংবা অন্য কোনো কিছু নিয়েই নয়। আজকের কবিতাটি হলো, চলে যাওয়া নিয়ে। অর্থাৎ আমরা পৃথিবীতে যেমন এসেছি। ঠিক তেমনটাই একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। সে চলে যাওয়ার কথাটি মনে পরলেই কেমন বোধ হয়। সেই ব্যাপারটি নিয়েই আজকের কবিতা লেখার চেষ্টা করেছি। মাঝে মাঝে অনেকবার থমকে গিয়েছি নানা রকমের নানা এলোমেলো চিন্তায়। তাও নিজের চিন্তাগুলোকে একসাথে করে কবিতায় রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, আপনাদের ভালোই লাগবে।
Sort:  
 4 days ago 

অনেকদিন পরে সুন্দর একটি কবিতা শেয়ার করলেন জেনে ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। সময়ের সাথে সাথে একদিন সব চলে যাবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

সময় কখন যে আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আসলে ব্যস্ততার মাঝে হয়তো আমরা মূল্যবান সময়টুকু অবহেলায় হারিয়ে ফেলি। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো।

 2 days ago 

আসলে সময় ফুরায় গেলে তখন আফসোস করলেও তা পুনরায় আর ফিরে আসে না। সময় একবার চলে গেলে তা কখনো ফিরে আসে না এটাই প্রকৃতির নিয়ম। তাই সময়ের কাজ সময়ের করা খুবই প্রয়োজন। সময়ের কাজ সময় করলে জীবনে সফলতা আসবে এইটাই নিশ্চিত। কবিতাটি খুব দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।