বাবা মা ও সময়ের স্রোত

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সময় কতো বেশি বহমান, সেটা হয়তো আমরা সকলেই জানি। কারন আমরা সময়ের সাথে সাথে দৌড়ানোর চেষ্টা করলেও খুব একটা পারছি বলে আমার অন্তত মনে হয় না। কারণ আমরা যতোই সময়ের সাথে দৌড়ানোর চেষ্টা করি না কেনো। ঠিকই দেখছি যে দিনশেষে সময় চলে যাচ্ছে আমাদেরকে অনেক অনেক বেশি পিছনে ফেলে। যাই হোক,তা আমাদের চেয়ে অনেক অনেক গুন বেশি।

আর আমরা থেমে গেলেও সময় কখনোই থেমে যায় না। তাই আসলে সময়ের স্রোতের সাথে নিজের শরীর ভাসিয়ে দিলেও সময়ের স্রোতের সাথে তাল মিলিয়ে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তবে সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে যে ব্যাপারটি এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি ব্যাপার আমার মোটেও পছন্দ হচ্ছে না, এবং সেটা হলো বাবা মা এর বয়স।

ছোটবেলায় যখন তাদের দিকে তাকাতাম। তখন তাদেরকে যেনো মনে হতো সদ্য ফুটে ওঠা ফুল। কারণ তারা এতোটাই তরতাজা কিংবা সুস্থ ছিলো কিন্তু যতদিন যাচ্ছে ততোই যেনো তাদের শরীরে বাসা বাঁধছে নিত্যনতুন ও অসুস্থতা, নিত্য নতুন সমস্যা, নিত্যনতুন রোগ। তাদের চুলের পাক ধরছে। এই ব্যাপারটি জানেন আপনারা যে আমি একেবারেই যেনো নিতে পারি না। অর্থাৎ তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা বুড়ো হয়ে যাচ্ছে, তাদের সময় ঘনিয়ে আসছে। হয়তো আমাদের সকলের সময় ঘনিয়ে আসছে।

অর্থাৎ আমাদের সকলকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটা নির্ধারিত। কিন্তু এই যে বাবা-মা এর বয়স হয়ে যাচ্ছে, একজন সন্তান হিসেবে এটা চোখের সামনে দেখা এটা অনুভব করার মতোন কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নেই।কারণ তাদের দিকে তাকালে মনে হয়, তারাই আমাদেরকে সবকিছু দিয়ে এসেছে। আমরা তাদেরকে এখনো কিছুই দিতে পারিনি। আর কিছু দিতে না পারা সত্ত্বেও তারা ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে চলে যাওয়ার তোড়জোড় এ মেতেছে।আমি জানিনা, আপনারা এই ব্যাপারটিকে কিভাবে অনুভব করেন। কিন্তু আমার সত্যিই কষ্ট হয়।কারণ তাদের ছাড়া থাকতে হবে এটা এক মুহূর্ত ভাবলেও যেনো বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে।

ABB.gif

Sort:  
 2 days ago 

দিন যাওয়ার সাথে সাথে পিতা-মাতারা বৃদ্ধ হয়ে রোগাক্রান্ত হয়ে গেছেন। খুবই কষ্ট লাগে তাদের পানে তাকাতে। কি আর করা যাবে জীবনটা এরকম। হাসির কান্না দিয়ে গড়া। কিন্তু খেয়াল করে দেখি কান্নার কারণটাই বেশি।