বড় যদি হতে চাও, ছোট হও তবে

dawn-1840298_1920.jpg

Source

বড় যদি হতে চাও ছোট হও তবে। এই লাইনটা প্রায়ই আমরা প্রত্যেকেই পড়েছি ছোটবেলায় কবিতার মাধ্যমে। কিন্তু এই ছোট্ট একটি লাইনের মধ্যে যে বিপুল পরিমাণ তাৎপর্য রয়েছে সেটা হয়তো আমরা এখনো বুঝতে পারি না। এই কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে এবং সেই গভীরতাই আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব, তবে চলুন শুরু করি।

এই জীবনে আমরা সকলেই বড় হতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই, নিজের মা-বাবাকে সব সময় খুশি দেখতে চাই, এর জন্য আমরা প্রতিনিয়তই কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু তারপরও দিনশেষে আমরা কেন জানি সফল হতে পারছি না। এর বেশ কিছু কারণ রয়েছে আমাদের সফল হতে গেলে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। যেটা আসলেই আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় মানুষ আমরা সকলেই হতে চাই কিন্তু বড় মানুষ হতে গেলে অবশ্যই সব শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সব শ্রেণীর মানুষের সাথে উঠাবসা চলাফেরা ইত্যাদি ইত্যাদি আপনার জানতে হবে।

আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই আমার দেখা কয়েকজন বন্ধু আগে আমার সাথেই একই ক্লাসে পড়তাম। কিন্তু তারা বর্তমানে অনেক ভালো একটি পজিশনে আছেন কিন্তু দুঃখের বিষয় আমি যদি ভুল করেও তাদেরকে নক দেই তাহলে তারা দুই তিন দিন পরে সেইটার রিপ্লাই করে। তার মধ্যে একটি ইগো কিংবা অহংকার জন্ম নিয়ে নিয়েছে যেটার কারণেই হয়তো তারা তাদের অতীত গুলোকে ভুলে গেছে। যেটা আমাদের কারোরই করা উচিত নয়।

এখানে বড় মানুষ বলতে কী বোঝানো হয়েছে? জানেন টাকা পয়সা দিয়ে বড় তা কিন্তু নয়, মনের দিক থেকে বড় হতে হবে। আপনার প্রত্যেকটা কথাবার্তা চালচলন এবং আপনার আচার ব্যবহার এমন সুন্দর হতে হবে, যাতে করে সব ধরনের মানুষ আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে। ধর্ম বর্ন নির্বিশেষে সবাই আপনাকে সম্মান করবে এবং আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবেন এটাই তো বড় হওয়ার একটি প্রধান লক্ষণ। হয়তো আপনার কাছে টাকা কম থাকতে পারে কিন্তু আপনি মহৎ মনের অধিকারী সকলকেই ভালোবাসেন সকলের বিপদে আপদে পাশে থাকেন তাহলেই আপনি জীবনে অনেক বড় সফলতা অর্জন করেছেন। মানুষের ভালবাসা এবং বিশ্বাস টাকা দিয়ে অর্জন করা যায় না।

আমি অনেক মানুষ দেখেছি যে সব মানুষ একটা পর্যায়ে যাওয়ার পরে নিজের আর নিজেদের কাজগুলো করতেই অনেকটা লজ্জা পায়। যেমন নিজের কাপড় নিজেকেই ধুতে হবে। এই বিষয়টাও কেন জানি অনেক মানুষ একটু খারাপ চোখেই দেখে। হয়তো নিজের পরিবার থাকতে পারে, নিজের ওয়াইফ থাকতে পারে কিন্তু সবার কাজেও তো আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। এরকম মনোভাব যদি থেকে থাকে তাহলেই আপনি বড় মনের অধিকারী। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 2 months ago 

অনেক সুন্দর লিখেছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলেই হুট করেই বড় হওয়া যায়, বড় হতে হলে ধৈর্য ধরতে হবে এবং নিয়ম অনুসারে কাজ করতে হবে। একই সাথে বড় হওয়ার জন্য নিজেকে অবশ্যই প্রথমে ছোট করে রাখতে হবে এবং ছোট ভাবতে হবে।

 2 months ago 

সুন্দর এই কথাটার তাৎপর্য অনেক বেশি। জীবনে বড় হতে হলে অবশ্যই নিজেকে সংযত রাখতে হয়। এরপর ছোট থেকেই ধীরে ধীরে নিজেকে বড় হওয়ার সুযোগ তৈরি করে নিতে হয়। অল্প বিদ্যা ভয়ংকর যারা দেখায় তারা বড় হতে পারে না। অহংকার দেমাক এগুলো মানুষকে ছোট করে দেয়।