তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে

art-1839006_1920.jpg

Source

আজ থেকে বহু বছর আগে একটি কথা শুনেছিলাম, তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসো। আমি কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল বিধায় আজ পর্যন্ত সেই কথাটা মনে আছে। সেই কথাটাকেই ফলো করে জীবনের বেশকিছু সময় অতিক্রম করেছি। তবে এই স্বার্থের দুনিয়ায় তোমাকে নিঃস্বার্থমতো ভালোবাসবে এরকম মানুষ খুঁজে পাবা খুবই দুষ্কর একটি বিষয়। তাই এসব থেকে একটু সরে গিয়ে এমন একজনকে বিয়ে করার চিন্তা ভাবনা করছি যে শুধুমাত্র আমার হবে এবং আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তাভাবনা করবে অর্থাৎ সে আমাকে ভালবাসবে।

ভালোবাসার বিষয়টা একটি অনুভবের, একটি অনুভূতি যা মধুরতা এবং প্রশান্তি প্রদান করে। কিন্তু মাঝে মাঝে সেই ভালোবাসাকে নিয়ে ছলনা হয়। সেই ভালোবাসাকে নিয়ে বর্তমানে নানান ধরনের ব্যবসা গড়ে উঠেছে। এমনও বিষয় নজির রয়েছে এই ভালোবাসার জন্য অনেকের প্রানও চলে গেছে। এইসব বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবেই অনেক বেশি ভয় পাই। তাই তো সেই বিষয়টাকে মানার আগে এমন কাউকে ভালোবাসতে চাই যে আমার জন্য পারফেক্ট হবে।

পৃথিবীতে যতগুলো অপ্রকাশিত ভালোবাসা রয়েছে কিংবা একতরফা ভালবাসা রয়েছে সেই ভালোবাসায় অনেক মধুরতা রয়েছে। সেখানে আসলে ভালোবাসা দুটি মনের মাঝে আলাদাভাবে ভাগ হয়ে যায় না বরং একটি মানুষের কাছেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এর সবথেকে খারাপ বিষয় কি জানেন! সেটা আসলে কখনোই পূর্ণতা পায় না এবং এটাও অনেক বড় একটি কষ্টের। তাইতো কোন এক মহান ব্যক্তি বলেছে তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালবাসে, তাহলেই সেই সংসারটা মধুর সংসারে পরিণত হবে। আপনারা কি মনে করেন সেই মানুষ কি সত্য কথা বলেছে? তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন. ধন্যবাদ।

ABB.gif