নতুন বছরের নতুন স্বপ্ন

sylvester-3038086_1920.jpg

Source

দেখতে দেখতে আরো একটি বছর পেরিয়ে গেল চলে। আসলো নতুন একটি বছর। এই নতুন বছর আসার সাথে সাথেই আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করি। বিভিন্ন ধরনের আশা-আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন মনের মধ্যে জম্ননেয়। বিভিন্ন ধরনের উদ্দেশ্য আবার হাসিল করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করি কিন্তু দিনশেষে সেসব পরিকল্পনা যখন আমরা পরিপূর্ণ করতে পারি না তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ জানুয়ারিতে আমরা স্বপ্ন দেখি কিন্তু ডিসেম্বর মাসে আমরা বাস্তবতার সম্মুখীন হই। এই বিষয়গুলো একটু সাহিত্যিক কথাবার্তার মত লাগলেও বিষয়টা আসলেই বাস্তবিক।

গত বছরে আমাদের অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে আবার কারো কোন স্বপ্নই পূরণ হয়নি। কারো আবার অনেক কিছু এচিভ করা হয়েছে, আবার কারো নিজের জীবন থেকে অনেক মূল্যবান জিনিসও হারিয়ে গেছে। সবকিছুর মাঝেই এই নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সব সময় চেষ্টা করি নিজের অতীতের তুলনায় বর্তমানকে এবং ভবিষ্যৎকে একটু ভালো করে তোলার জন্য, এর জন্যই মূলত এত ধরনের পরিশ্রম এইসব জব, কিংবা নিজের পরিবারের তাগিতে এসব সবকিছু করা।

নতুন বছর শুরু হোক নতুন স্বপ্ন দিয়ে নতুন বাঁচার আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা নিয়ে। এই জীবনে শুধুমাত্র আপনার এবং আপনার পরিবার থাকবে। সেই সাথে আপনার লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য বরাবর কাজ করে যেতে হবে। তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব। আসলে আমরা যাই করি না কেন আমাদের পাড়া-প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন কিংবা কাছের মানুষেরা অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলেন। যার কারণে আমরা উদ্দম হারিয়ে ফেলি। এসব বিষয় থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। নতুন বছরে নতুন স্বপ্ন দেখুন নতুন ভাবে জীবনকে শুরু করুন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif