একদিন সব কিছু শেষ হয়ে যাবে


the-end-3408301_1920.jpg

Source

একদিন এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, বাদ পরবে না আমাদের এই সৌর মন্ডল ও এমনকি আমাদের এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে। তবে কি আমরা শুধুমাত্র খনিকের সময়ের জন্যই এই পৃথিবীতে এসেছি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করল কে? এসব বিষয় নিয়ে কি কখনো আপনাদের চিন্তাভাবনা হয়? প্রত্যেকটি ধর্মগ্রন্থেই কিন্তু আমাদের সৃষ্টির কথা বলা হয়েছে এবং সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে আমরা যদি সেগুলোকে বিশ্বাস করি তাহলেই হয়তো জীবনে মানসিক শান্তির সাথে বসবাস করতে পারবো।

পৃথিবীর বুকে তৈরি হয়েছে মানব সভ্যতা এর সাথে সাথে গড়ে উঠেছে একে অপরের মনের মিলন ভালোবাসা এবং পারিবারিক বন্ধন। এছাড়াও আমরা একটি সমাজে বসবাস করি। সেই সমাজের নিয়ম কানুন রয়েছে সবমিলিয়ে আমরা একটি অস্থায়ী বসতি করে তুলেছিম তবে এই বিষয়টাকে আমরা অনেকেই ভালোভাবে অনুধাবন করতে পারিনা। আমরা মনে করি আমরা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবো।

আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমাদের এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। সবকিছুই পরিবর্তনশীল এবং সবকিছুই ধ্বংসশীল এবং এভাবে করেই আমাদের মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। নিজেদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদেরকে সৃষ্টিকর্তার এবাদত করতে হবে এবং একটি মানুষ হিসেবে এই সমাজে বিচরণ করতে হবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।

ABB.gif

Sort:  

I had my own vision of life as a child and worked hard for it. Although everything is changing over time, I am no longer the same as before. But my life ideals and vision of life have not changed, and I am satisfied and gratified by this.