অভিমানে চুপ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে নিজের উপরে নিজের কেনো যেনো অনেক অভিমান জমে যায়। আসলে জীবনে একটা ব্যাপার আমি খুব দেখেছি। সেটা হচ্ছে, আমাদের যখন খুব রাগ হয়। তখন আমরা সেই রাগ ঝেড়ে ফেলি কিংবা যার উপরে আমাদের রাগ হয়, তাদেরকে আমরা সেই রাগ দেখিয়ে ফেলি। অর্থাৎ অনেকক্ষণ হম্বিতম্বি করে আমরা আমাদের রাগটাকে কমিয়ে ফেলি।
কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপারে আমাদের মনের মধ্যে এমন ভাবে অভিমান জমাট বেঁধে যায়। যেনো মনে হয় বুকের উপরে কোনো পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে এই জমাট বাঁধা অবস্থাটা যতো দিন যায়, ততো যেনো বাড়তে থাকে। মনের ওই জায়গাটাতে যেনো আর কাউকেই জায়গা করে দিতে ইচ্ছে করে না। কারণ অভিমান আমার মনে হয় রাগের চেয়েও ভয়ঙ্কর একটি ব্যাপার। কারণ রাগ সময়ের সাথে সাথে পরে যায় কিন্তু অভিমান এমন যে যতো সময় গড়ায়, ততো অভিমান বাড়ে।
আমি নিজেও মাঝেমধ্যে সত্যিই অভিমানে একেবারে চুপ হয়ে যাই। কারণ প্রিয় মানুষেরা, প্রিয়জনেরা আসলে আঘাতের পর আঘাত করে করে হৃদয়টা একেবারে ঝাঝরা করে ফেলে। হৃদয়হীন মনে করে আমাদের এই হৃদয়কে এমন ভাবে দুমড়ে মুছড়ে লাশ বানিয়ে ফেলে। যে হৃদয়কে আসলে আর যেনো জাগ্রত করা যায় না। কারণ সেখানে অস্তিত্ব থাকে শুধুমাত্র অভিমানের, মন খারাপের।
এই যে মানুষ অভিমানে খুব চুপ হয়ে যায়। তার কারণ কি জানেন? আসলে আমরা আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে অনেক কিছু আশা করি। সেই আশাগুলো যখন একটুও পূরণ হয় না। আর তার বদলে তারা আমাদেরকে একের পর এক কষ্ট দিতে থাকে। তখন আসলে আমরা অভিমানে চুপ হয়ে যাই। কারণ তখন হৃদয় থেকে একটা কথাই বেরিয়ে আসে যে, সে তো আমার ইচ্ছের কোনো কদর করলো না। তবে তাকে আর কোনো কিছু বলে কি লাভ, তাই না?