আত্মবিশ্বাসের অভাব এবং সিদ্ধান্তহীনতায় ভোগা (প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমার দুই বন্ধু আমাকে প্রস্তাব দিলো একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আমাকে বললো পরদিন ঠিক সকাল নটার সময় বাসস্ট্যান্ডে উপস্থিত থাকিস। আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো। আমি তখন তেমন কিছু না বলে বাড়িতে ফিরে এলাম। পরদিন সকালে উঠে চিন্তা করতে লাগলাম যাবো কি যাবো না। একবার মনে হচ্ছিলো ওদের সাথে ঘুরতে পারলে মন্দ হোতো না। আবার মনে হচ্ছিলো বাস জার্নি করতে আমার খুব একটা ভালো লাগে না। তাই না গেলেই মনে হয় ভালো হবে। এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে হঠাৎ করে খেয়াল করে দেখি ঘড়িতে বেলা দশটা বাজে। তখন তড়িঘড়ি করে আমি তৈরি হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে দেখি আমার বন্ধুরা কেউ নেই। পরবর্তীতে ফোন দিলে জানতে পারলাম ওরা নয়টায় বাসে ঘুরতে চলে গিয়েছে।

Black and Gold Fancy New Year Card_20240916_221518_0000.png

বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। মাছ বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা লোক বেশ কিছু দেশি মাছ নিয়ে বসে রয়েছে। দেখে মনে হোলো নদীর মাছ। আমি সেই মাছওয়ালার কাছে যেতে যেতে আরো একজন কাস্টমার সেখানে চলে এলো। সেই লোকটা মাছের দরদাম করছিলো। এর ভিতর আমিও দরদাম করলাম। পরবর্তীতে আমার দামে মাছওয়ালা যখন প্রায় রাজি হয়ে গিয়েছিলো। তখন আমি বললাম থাক মাছ নেবো না। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। তবে কিছুক্ষণ পর মনে হোলো মাছটা না কিনে আমি খুবই ভুল করেছি। তখন দ্রুত হেঁটে আবার সেই মাছওয়ালার কাছে গিয়ে দেখি মাছটা অন্য কাস্টমার কিনে নিয়ে গিয়েছে।

উপরে যেই ঘটনা দুইটার কথা বললাম এই ধরনের ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। এগুলো আসলে মূলত হয় আত্মবিশ্বাসের অভাব এবং সিদ্ধান্তহীনতা থেকে। আপনার আত্মবিশ্বাস কম হলে তখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আর এই সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। উপরে যে ঘটনা দুটোর কথা বললাম এই দুটো প্রতীকী ঘটনা। তবে ঘটনা দুটোর প্রভাব খুবই সামান্য। কিন্তু যারা সিদ্ধান্তহীনতায় ভোগে তারা জীবনে এর থেকে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  
 5 months ago 

চমৎকার দুটি উদাহরণ শেয়ার করেছেন। আসলে যেকোনো কিছু করতে গেলে আত্নবিশ্বাস থাকাটা খুবই জরুরী। কারণ আমাদের জীবনে এমন কিছু সময় আসে, তখন সঠিক সিদ্ধান্ত নিতে হয়। নয়তো পরবর্তীতে পস্তাতে হয়। যাদের মধ্যে আত্নবিশ্বাস থাকে,তারাই দিনশেষে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।