সৃষ্টিকর্তার প্রিয় ধনী
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
হয়তো প্রথমে আপনারা লেখাটি পড়ে একটু অবাক হবেন। কারণ সৃষ্টিকর্তার প্রিয় গরিব না ধনী এটা আমরা সকলেই জানি। অর্থাৎ সৃষ্টিকর্তার প্রিয় যে ধনী নয়। কিংবা অর্থাৎ ধনী গরীব হিসেবে যে সৃষ্টিকর্তা কাউকে ভালোবাসে না। সেটা আমরা সকলেই জানি। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে কেনো আমি এই কথাটি তবে লিখলাম। অর্থাৎ কেনো আমি ভুল লিখলাম। কিন্তু যারা এই সম্পূর্ণ লেখাটি পড়বে। উনারা এভাবে আর ভাববেন না।
তার কারণ হলো, আমি পুরো লেখাটি এখানে লিখিনি। আমার যেটা বলার ছিলো। সেটা হলো, সৃষ্টিকর্তার কাছে আমার মনে হয় সেই ধনীরা সবচেয়ে প্রিয়। যারা ধনী হওয়ার পরেও গরিবের মতোন বিনয়ী। কারণ আমরা এটা খুব ভালো করেই বুঝতে পারি যে, ধনী এবং গরীব এর বিনয় প্রকাশ এর মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে এবং এটা একেবারেই আমাদের তৈরি করা ব্যাপার। কারণ আমরা কেউ যখন অনেক বড়লোক হয়ে যাই।তখন আমাদের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসে।
যে কারণে আমরা সকলের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করি এবং নিজেকে সবার চেয়ে উঁচু আসনে বসিয়ে ফেলি।কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে ভালোবাসেন, তাদের কাছে অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও সব সময় বিনয়ী ভাবে কথা বলে। মানুষের সাথে সুন্দর আচরণ করে। মানুষকে ভালোবাসে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো মানুষকে তার প্রাপ্য সম্মান দেয়। আসলে এই ব্যাপার গুলো যার মধ্যে থাকে তাকেই সৃষ্টিকর্তা ভালোবাসেন। সেটা হোক ধনী, সেটা হোক গরিব। কিন্তু আমরা বেশিরভাগ যারা ধনীদের দেখি উনাদের মধ্যে এই ব্যাপারগুলো খুব কম খুঁজে পাওয়া যায় এবং যাদের মধ্যে পাওয়া যায় তারা সত্যিই খুব অসাধারণ মানুষ।