অহংকার বর্জন করুন

ai-generated-8036340_1920.png

Source

আত্মবিশ্বাস এবং অহংকার এর মধ্যে খুব একটি পার্থক্য নেই। এই বিষয়টি আপনারা যদি ভালোভাবে অবজারভেশন করেন তাহলে হয়তো ভালোভাবেই বুঝতে পারবেন। অহংকার এমন একটি বিষয় যেটা যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে তার পতন সুনিশ্চিত। এটা ইতিহাসের বহুবার দেখা হয়েছে এবং বর্তমানে আমাদের সমাজে আশেপাশে অনেক মানুষকেই আমরা দেখছি। হয়তো হুট করে কোন কিছু পেয়ে গেলে মানুষের অহংকারের মাত্রা অনেকটা বেড়ে যায়, তখন তার পতন শুরু হয়। এটাই সমাজের নিয়ম প্রকৃতির নিয়ম।

খারাপ কোন কাজ আমাদের মনের শান্তি দিতে পারে না। আপনি যদি মনের দিক থেকে সুস্থ থাকতে চান, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে খারাপ কাজ গুলো বর্জন করতে হবে। এর মধ্যে সবথেকে নিকৃষ্ট যে কাজ সেটা আমি মনে করি মানুষ হত্যা। এর পরে যদি কোন কাজ থেকে থাকে তবে সেটা হচ্ছে নিজেদের অহংকার। নিজেদের অহংকার বর্জন করার মাধ্যমেই আমরা এর প্রথম ধাপ অতিক্রম করতে পারি। সে ক্ষেত্রে আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, বিনয়ী হতে হবে এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনার অহংকার যত থাকবে ততই আপনি আরো ধ্বংসের পথে এগিয়ে যাবেন।

অহংকার এমন একটি বিষয় যেই বিষয়টি মানুষকে নিজেকে অনেক বেশি বড় ভাবতে শুরু করে এবং সে মনে করে হয়তো তার ক্ষমতা অনেক বেশি এবং সে চাইলে যে কোন কিছু করতে পারবে। সে ক্ষেত্রে তার পারিবারিক সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই সাথে আশেপাশে যেসব পারা প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন রয়েছে সবার সাথেই মনোমালিন্যতা দেখা দেয়। সেক্ষেত্রে আপনাকে মানুষ খারাপ চোখে দেখতে শুরু করে। শুধুমাত্র একটি অহংকারের জন্য আপনি সমাজের কাছে খারাপ হয়ে যাবেন, তাহলে কেন এই অহংকার বর্জন করবেন না।

কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই বুঝতে পারি না যে, আমরা অহংকারী। সে ক্ষেত্রে আপনার কাছের কোন মানুষ কিংবা বন্ধু-বান্ধব আপনাকে সাহায্য করতে পারে। আশা করছি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif