মন যেনো মানেনা বাঁধা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আপনি একটা ব্যাপার একদম ভালোভাবে খেয়াল করে দেখবেন। ধরুন আপনি নিজের মনকে কোনো একটা জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে বারবার বুঝাচ্ছেন নিজে নিজেই। অর্থাৎ নিজেই নিজেকে বলছেন, নিজেকে সর্বোচ্চ ভাবে কনভিন্স করার চেষ্টা করছেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আপনি যদি সেটা কোনো ভালো কাজের জন্য হয়। তাহলে আপনার মন খুব সহজেই কনভিন্স হয়ে যাবে। কিন্তু সেটা যদি কোনো খারাপ কাজের জন্য হয়। অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে কোনো খারাপ কাজের জন্য বাঁধা দেন। তাহলে আপনার মন পাওয়া যাবে না।অর্থাৎ আপনার মন কোনো কথা শুনতে চাইবে না।

এটাই হয়। অর্থাৎ মন আমাদের বাঁধা মানে না। আমাদের মন এবং মস্তিষ্ক একরকম ভাবে চলে না। মন একরকম ভাবে কাজ করে। আর মস্তিষ্ক আরেকরকম ভাবে কাজ করে। আর ঠিক তাই আমাদের মস্তিষ্ক সবসময় ঠিক বললেও। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সঠিক ব্যাপারটি করতে চাইলেও। আমাদের মন সবসময় ভুলটাই করতে চায়।জানিনা আমাদের মন এবং মস্তিষ্ক কেনো এতো তফাৎ থাকে। কারণ আমাদের মনের একটু কঠোর হওয়া উচিত। আমাদের মনের একটু কঠিন হওয়া উচিত। কারণ আমাদের মন নরম বলেই আমাদেরকে অনেকে কষ্ট দিতে পারে।

এই কষ্টের ভাগ কিন্তু কাউকে দেওয়া যায় না। কারণ ওই মানুষগুলোকে আমরা নিজেরাই নিজে নির্বাচন করে নিজেদের জীবনে আনি এবং নিজেদের নির্বাচিত মানুষেরা যখন আমাদেরকে কষ্ট দেয়। তখন আসলে কারো কাছে আর বিচার দেওয়ার থাকে না। আর এটাই বললাম যে, আমরা যতোই খারাপ মানুষদের কাছ থেকে, স্বার্থলোভী মানুষদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে চাই না কেনো। আমাদের মন কখনোই আমাদের বাঁধা মানে না। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের মন যদি আমাদের এই বাঁধা মানতো। তাহলে কতোই না ভালো হতো! তাহলে আমরা কতো অশান্তির ভার থেকে বেঁচে যেতাম। আমরা কতো ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যেতাম কারণ আমরা সবসময় আমাদের ওই প্রিয় মানুষদের কাছেই সবচেয়ে বেশি ঠকি যাদের কাছ থেকে দূরে থাকার ব্যাপারে আমাদের মন কখনো সায় দেয় না। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের মনের উচিত ছিল সায় দেওয়া। কারণ ওই যে বললাম, আমরা সব সময় ভুল কাজটাই করি এবং আমাদের মন সবসময় ভুল কাজটাতে সায় দেয়। আর সঠিক কাজে বাঁধা দেয়।

ABB.gif