পাথর থেকেই হারিয়ে গেলো!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। তবে গল্পটির সম্পূর্ণটা শোনাবো না। গল্পটির সারমর্ম শোনাবো বলা চলে। অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করবো। তো গল্পটি হলো মূলত কয়েকজন বন্ধুদের অর্থাৎ কয়েকজন বন্ধুদের কে ঘিরে, আজকের এই গল্পটি।
বেশ কয়েকজন ছেলে-মেয়ে সবাই মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। চোখে নানান স্বপ্ন এবং ভবিষ্যতের রঙিন উদ্দিপনা। তো বিদ্যালয় ভর্তি হওয়ার পরে আসলে ছেলেমেয়েদের মধ্যে যতোটা এক্সাইটমেন্ট কাজ করে, তাদের মধ্যেও ঠিক ছিলো ততোটাই। তো সেই উদ্দীপনাকে ঘিরেই তারা ঠিক করলো যে, তারা দূরের এক ঝর্ণাতে ঘুরতে যাবে।
যথারীতি তারা ঘুরতে গেলো এবং তারা মোট গিয়েছিলো ১৩ জন। তো ১৩ জন তারা বেশ মজা করলো। সে সাথে হালকা মদ্য পান যে করেনি, তা নয়। অর্থাৎ এক বোতলের মতো তারা সকলে মিলে মদ পান ও করেছিলো। তো এর পরে আসলে যখন তাদের ফিরে আসার সময় হলো। তখন সেখান থেকে ফিরে আসলো শুধুমাত্র ১২ জন। অর্থাৎ একটা ছেলে আর সেখান থেকে ফিরে আসেনি!
ওই ১২ জন ছেলেমেয়ে ঝর্ণা থেকে ফিরে দ্রুতই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলো। অর্থাৎ ঘরে ফিরে যাওয়ার পায়তারা করছিলো। কিন্তু স্থানীয়দের সন্দেহ হওয়াতে স্থানীয়রা ১২ জনের মধ্যে কিছু ছেলেকে আটকে রাখে। এবং পরবর্তীতে ওই মিসিং একজনের কথা জিজ্ঞেস করলে সকলেই এক কথাতে একমত হয়। অর্থাৎ ওই বাকি ১২ জন এক কথাতেই একমত হয় যে, ওই ছেলে নাকি পাথরের উপরে বসে ছিলো এবং হুট করেই সেখান থেকে উধাও হয়ে গেলো!
তাদেরকে বারবার জিজ্ঞেস করা হলেও তারা বারবার এটাই বলতে লাগলো যে, সেই ছেলে মধ্যপান করার পরে একটা পাহাড়ের অনেক উপরে উঠে বসে ছিলো। অর্থাৎ পাহাড় বলতে একটা পাথরের উপরে বসে ছিলো অর্থাৎ পাহাড়ের উপরের পাথরে। তো হুট করেই সেখান থেকে হারিয়ে গেলো এবং পরবর্তীতে কি হলো সেটা অন্য একটা সময় জানাবো। কিন্তু এই বিষয়ে আপনাদেরকে মতামত কি, সেটা জানতে চাই। অর্থাৎ আমি আগেই বলেছি এটি একটি সত্য ঘটনা। এখন আপনাদের কি মনে হয়। ওই ছেলে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলো?