অসম্ভবকে সম্ভব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসম্ভবকে সম্ভব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


possible-4129051_1280.jpg



লিংক


মানুষ চাইলে এই পৃথিবীতে এমন কোন কিছু নেই যা সম্ভব করতে পারবে না। অর্থাৎ মানুষের দ্বারা এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। যদিও কিছু কিছু জিনিস আছে যা সম্ভব করতে একটু বেশি মানুষকে কঠোর পরিশ্রম এবং অপেক্ষা করতে হয়। আসলে কঠিন বিষয়গুলো সহজে সম্ভব করা যায় না। কিন্তু এই পৃথিবীতে মানুষ সবথেকে উন্নত একটি প্রাণী। আর এই উন্নত প্রাণী হওয়ার জন্য মানুষ কিন্তু সব প্রাণীদের শীর্ষে অবস্থান করে এবং মানুষকে বুদ্ধিমান প্রাণী বলা হয়। আর1¹ বুদ্ধিমান প্রাণীরা যদি পৃথিবীতে সকল অসম্ভব কাজকে সম্ভব করতে না পারতো তাহলে তারা কিন্তু কখনোই বুদ্ধিমান হতো না। আসলে প্রাচীনকাল থেকে তো আমরা দেখেই আসছি যে তখনকার সময়টা এতটা আধুনিক কখনোই ছিল না। কিন্তু মানুষের চিন্তা ভাবনা থেকে এই আধুনিক সমাজের উদ্ভব হয়েছিল।


আসলে আমরা যদি আমাদের মস্তিষ্ককে উন্নত করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা আরও পিছনের দিকে পিছিয়ে যাব। এই সমাজের কিছু বিজ্ঞ ব্যক্তি ছিল যাদের জন্য কিন্তু আমরা এতটা উপরের দিকে এগিয়ে আসতে পেরেছি। আসলে এইসব মানুষদের সাহায্য নিয়ে আমরা কিন্তু সবাই আধুনিক সমাজের আরাম আয়েস ভোগ করতে পারছে। কেননা মানুষ যখন কোন কিছু উদ্ভব করে তখন কিন্তু সেই জিনিসগুলো শুধুমাত্র সেই এক ব্যক্তি ভোগ করে না। সেই একই ব্যক্তির সঙ্গে সবাই মিলেমিশে সেই জিনিসটা আমরা ভোগ করি। আর এজন্য মানুষ আজও সমাজে টিকে রয়েছে। কেননা মানুষ যদি একে অপরের সাহায্যে এগিয়ে না আসতো এবং একে অন্যকে সাহায্য না করতো তাহলে বহু প্রাচীনকালেই মানুষের উৎপত্তি একদম বিলীন হয়ে যেত। কেননা তখনকার পরিবেশটা এতটা সহজ ছিল না।


আসলে আমাদের পৃথিবীতে আমরা কোন কিছুকে কখনো ছোট বলে মনে করব না। কেননা আমরা যদি কোন কিছুকে ছোট বলে মনে করি তাহলে পরবর্তীতে সেই জিনিসটা করতে গিয়ে দেখব যে সেটি আমাদের কাছে অনেক বেশি কঠিন। আর এজন্য আমরা সব সময় সকল জিনিসগুলোকে আমাদের জীবনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব। আসলে সবাই মিলেমিশে যদি কোন একটা কঠিন কাজকে সমাধান করার চেষ্টা করি তাহলে সেই কাজটি অনেক বেশি দ্রুত সম্পন্ন হবে। যদি কোন একটা কঠিন কাজকে একা সম্পন্ন করতে যায় তাহলে সেই কাজটি করতে আমাদের অনেক বেশি কষ্ট হবে এবং অনেক বেশি সময় লাগবে। আর এই জন্য আমরা সব সময় সেই অসম্ভব কাজগুলো সবাই মিলেমিশে একসঙ্গে করার চেষ্টা করব।


আসলে এর মাধ্যমে আমরা আর কখনো থমকে যাবো না। তাইতো সবাইকে সর্বপ্রথম জ্ঞানী হতে হবে। কেননা সবাই যদি জ্ঞানী না হয় তাহলে আমরা কখনো আমাদের মনের উন্নত মস্তিষ্ককে বৃদ্ধি করতে পারবোনা। আর একমাত্র জ্ঞানী লোকেরা সব সময় দেশের উন্নতি চায় এবং দেশের উন্নতির জন্য তারা সকল অসাধ্য কাজকে সমাধান করতে চেষ্টা করে। ঠিক এজন্য সবাইকেই অবশ্যই জ্ঞানী হতে হবে এবং সবাইকে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এর মাধ্যমে আমরা একটা সুন্দর জাতি তৈরি করতে পারবো যে জাতিটা কখনো আর কষ্টে ভুগবে না। কেননা আমরা যদি একটা জাতি আনন্দ উপভোগ করে এবং অন্য একটা জাতির দুঃখ কষ্টের মাঝে দিন কাটাই তাহলে কিন্তু আমাদের সকল কাজকর্ম ব্যর্থ হয়ে যাবে। আর এজন্যই আমাদের জীবন থেকে সকল ধরনের অসম্ভব কাজকে সম্ভব করার চেষ্টা করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

আপনার পোস্টটি পড়ে অনেকটা ভালো লাগছে আমার মানুষ পারে না এমন কোনো কাজ নাই চেষ্টা করলে সবই সম্ভব।