বদলে যাওয়ার গল্প (তৃতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বাড়িতে আসতেই শাওনের মা বাবা তাকে জিজ্ঞেস করল তুই এলাকার ওই বখাটে ছেলেদের সাথে শুধু শুধু ঝামেলা করতে গেলি কেন? ওরা তো খুবই খারাপ মানুষ। ওরা তোর বড় কোনো ক্ষতি করতে পারে। তুই ওদের সাথে সমঝোতা করে নে। শাওন তার বাবা-মাকে জানিয়ে দিলো এটা কিছুতেই সম্ভব না। ওই ছেলেদের জন্য এলাকার মানুষজন খুব কষ্টে আছে। এরা নানা রকম ভাবে এলাকার মানুষজনকে জ্বালাতন করছে। এদের বিরুদ্ধে এখন সবাইকে রুখে দাঁড়াতে হবে। না হলে এক সময় সবাইকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। শাওনের কথা শুনে তার বাবা মা চিন্তায় পড়ে গেলো।

1000000112.png

সেদিন বিকালে শাওন তার এলাকার কিছু বন্ধু-বান্ধবের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। কিন্তু তারা সবাই শাওনকে এই সমস্ত বিষয়ে নাক না গলাতে পরামর্শ দিলো। তারা বললো এদের সাথে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদের সাথে ঝামেলা করলে তুই বিপদে পড়বি। শাওন বুঝতে পারলো বন্ধুদের কাছ থেকে খুব একটা সাহায্য পাওয়া যাবে না। বন্ধুদের সাথে আলোচনা শেষে শাওন সন্ধ্যার পরে যখন বাড়ি ফিরছিলো।

তখন সেই দোকানের কাছাকাছি আসতেই দেখতে পেলো। সেখানে বেশ কিছু ছেলেপেলে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। সেই ছেলেদের ভিতর সেই চার বখাটেকেউ দেখতে পেলো। শাওন বুঝতে পারল এরা হয়তো তার জন্যই দাঁড়িয়ে রয়েছে। তবে এদেরকে দেখে শাওন ভয় পাওয়ার বদলে আরো সাহসী হয়ে উঠলো। শাওন তাদের দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে আগাতে লাগলো। হঠাৎ করে সেই বখাটে গুলো এসে শাওনের পথ রোধ করলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!