You are viewing a single comment's thread from:

RE: সামর্থ্য থাকলেই করতে হয় না!

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

ঠিক বলেছেন আপু সামর্থ্য থাকলে সব সময় সবকিছু দিতে নেই এতে করে বাচ্চারা ধ্বংসের দিকে ধাবিত হয়।যখন একটি বাচ্চা অনায়াসে হাতের কাছে সবকিছু পেয়ে যায় তখন তারা অহংকারী হয়ে ওঠে এবং এর ফল খুবই বিপদজনক হয়ে যায়। তখন আর পরিবারের তোয়াক্কা করবে না তখন সে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবে।আর এটাই হয়তো বা আপনার পরিবারের লোকজন বোঝে জন্য আপনি বা আপনার পরিবারের অন্য বাচ্চাদেরকে কখনোই বেশি টাকা এবং দামি সামগ্রী কিনে দেন না।এটা একটি পারিবারিক শিক্ষা যা সব পরিবারে থাকে না আমরা ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি এবং এখনো আমি আমার বাচ্চাদের সাথে এটাই করি।আমার বড় মেয়ে ইন্টার ফাস্ট ইয়ার শেষের দিকে তবুও আমি ওকে স্মার্ট ফোন কিনে দেইনি,কারণ আমি মনে করি ওর জন্য এটা প্রয়োজন নয়। আর ওরও এটা নিয়ে বেশি বাড়াবাড়ি বা কখনো আবদার করে না আমার ফোন দিয়েই ওর কাজগুলো চালিয়ে নেয়।বিলাসিতার মধ্যে বড় হওয়া কোনো গর্বের বিষয় নয়।আপনি অল্প টাকা দিয়েই নিজের ছোটবেলা কাটিয়েছেন আর তাই হয়তো এখন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠেছেন।আপনার মতো পরিবার যেনো সব সন্তানের ভাগ্যে হয়। তাহলে অন্তত প্রত্যেক পরিবারে একজন করে সুসন্তান গড়ে উঠবে।শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু।❤️

Sort:  
 last month 

সহজে পেয়ে গেলেই সমস্যা।