You are viewing a single comment's thread from:

RE: মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে।

in আমার বাংলা ব্লগ2 years ago

মানুষের পার্থিব জীবনের ন্যায়-অন্যায়ের চুলচেরা হিসাব-নিকাশ হবে পরকালীন জীবনে,এই কথাটা সবার মনে রেখে চলা উচিত। আপু আপনি যার কাছে আমানত তুলে দিয়ে ছিলেন বিশ্বাস করে সেই মানুষ টি পরবর্তী সময়ে অস্বীকার করেছে এটার হিসেবে তাকে একদিন দিতেই হবে।রাস্তার ভিক্ষুকদের কিছু দিতে না পারুক তাতে তেমন কিছু হবে না কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা মোটেও ঠিক নয়,তার কারন হলো ঈশ্বর চাইলে তাকেও যেকোনো সময় সেই রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারেন।ভালো গাছ দেখিয়ে খারাপ গাছ দেওয়া সত্যিই অনেক দুঃখজনক ঘটনা।ব্যবসায়ীদের এরকম অসাধু আচরণ মোটেও কাম্য নয়।যাইহোক আপু মন খারা করবেন না, যার যেমন কর্ম তার তেমন ফল।অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Sort:  
 2 years ago 

এটাই আমরা দিনশেষে ভুলে যাই, যে পরকালে একদিন সব কিছুর জন্য পাই টু পাই জবাবদিহি করতে হবে।আমানতের জিনিস খেয়ানত করাটা খুব খারাপ কাজ।ধন্যবাদ