নিজেকে ভালোবাসুন...❤️
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
কোনো এক ব্যক্তির জীবনকাল, যতোই সফল হোক না কেনো, সত্যিকার অর্থে ফলপ্রসূ বা স্বার্থক তখনই হয় যখন সে নিজেকে ভালবেসে নিজের মতন করে বাঁচতে পারে। প্রাথমিকভাবে এটি কঠিন বলে মনে হয় কিন্তু সফল মানুষদের দিকে তাকালে দেখা যায় তাঁরা নিজেদের পরিচয় গড়তে তাঁদের নিরলস সংগ্রাম সাধারণ মানুষের কাছে উদাহরণস্বরূপ।অন্যজন কি পেয়েছে,কতোটা সফলতা লাভ করেছে সেই দিকে না তাকিয়ে নিজের জীবনকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে এগিয়ে চলার নামই হলো জীবন।তাই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করে যেতে হবে।
ফেসবুকে হঠাৎ করে বাচিক শিল্পী তানজিয়া তাজিন ম্যামের একটা ভিডিও চোখের সামনে চলে আসলো।আমি তানজিয়া তাজিন ম্যামের ৩৭ তম ব্যাচে কবিতা আবৃত্তি শিখছি তাই তার প্রতিটি ভিডিও দেখি এবং তার কথাগুলো নিজের মতো করে আবৃত্তি করার চেষ্টা করি।সেদিনের ভিডিও টি ছিলো নিজেকে ভালোবাসুন কথাগুলো শুনে খুবই ভালো লাগলো।আমাদের বাস্তব জীবনে নিজেকে ভালোবাসা সত্যিই খুব দরকার, কারণ আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে একটা সময় নিজেকেই ভুলে যাই।আমি আমার্ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝেছি।একটা সময় ছিলো সবাইকে ভালোবাসার নামই মনে হয় জীবন এমনটা মনে হতো,আর তাই সবার মঙ্গলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলাম!নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালো করাটাই আমরা মূল উদ্দেশ্য ছিলো।এভাবেই জীবনের অনেক গুলো সময় পার করেছি।কিন্তু একটা সময় এসে বুঝতে পারলাম যাদের কে আমি ভালোবেসেছিলাম তারা শুধু স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে,যেই তাদের স্বার্থ পূরণ হয়েছে আর অমনি আমাকে অপ্রয়োজনীয় মনে করা শুরু করেছে।এরকম ঘটনা আমার সাথে বহুবার ঘটেছে কিন্তু তারপরও আমার শিক্ষা হয়নি বার বার ঠকেছি।
জীবনের অনেক গুলো সময় পার করে আসার পর নিজের অস্তিত্বের গুরুত্ব টা বুঝতে শিখছি,এখন মনে হয় আমার আমি টা'কে পরিবর্তন করা খুবই দরকার!নিজের প্রতি ভালোবাসা যত্ন নেওয়া খুব দরকার!তার কারণ হলো দিনশেষে আমার আমি ছাড়া আর কেউ নেই।এখন থেকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে,নিজে ভালো থাকলে তবেই তো আমার আপনজনদের ভালো রাখতে পারবো।
নিজেকে ভালোবাসুন
নিজেকে ভালোবাসুন.....
নিজের দাম বুঝতে শিখুন।
নিজের ভালো খারাপটা বুঝতে শিখুন।
নিজেই নিজেকে মোটিভেট করুন।
নিজের উপর ভরসা রাখুন।
নিজেই নিজের সবচেয়ে প্রিয় হয়ে থাকুন।
মানুষকে না ভালবেসে নিজেকে ভালোবাসুন।
এতে করে,আপনার দুঃখ দ্বিগুণ কমে যাবে।
এই দুনিয়ায় আপনার আপনি ছাড়া আর কেউ নেই..!
ভিডিও
ইউটিউব লিংক
আশাকরি আমার ভিডিওটি আপনাদের ভাল লেগেছে?সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। দেখতে দেখতে আমাদের জীবনটা অতিক্রম হয়ে যায়। এই ছোট্ট জীবনের মধ্যে আমরা যদি নিজেরা নিজেকে ভালোবাসতে না পারি তাহলে কিভাবে আমরা অন্য মানুষকে অন্য জিনিসকে ভালোবাসবো। খুবই সুন্দর ব্লগ লিখেছেন। ধন্যবাদ।