এবারের আড্ডায় অতিথি হওয়ার মুহূর্ত গুলো..🥰
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।
দেখতে দেখতে রবিবারের আড্ডা ১০১ তম পর্বে চলে এসেছে।সবকিছুই কেমন জানি স্বপ্নের মতো মনে হয়!এই তো সেদিনের কথা আমি আমার বাংলা ব্লগ যুক্ত হলাম কাজ শুরু করলাম অথচ দেখতে দেখতে আড়াইটা বছর কোনদিক দিয়ে চলে গেলো বুঝতেই পারলাম না।আমরা যখন কাজ শুরু করি তখন সারা সপ্তাহের বিনোদন হিসেবে হ্যাংআউট ছিলো।সপ্তাহের এই দিনটির জন্য অপেক্ষায় থাকতাম কখন হ্যাংআউট হবে!তারপর তো আবার নতুন আরেকটি স্টেজ শো এর সূচনা হলো রবিবারের আড্ডা।সপ্তাহে পর পর দুটো অনুষ্ঠান বেশ ভালোই লাগে।কাজের ফাঁকে সবাই একত্রিত হওয়ার জন্য অনেক ভালো একটি মাধ্যম।
আমাদের কমিউনিটিতে ওপার বাংলা ও এপার বাংলা মিলে অনেক সদস্য রয়েছে।আমরা সবাই সবার সাথে পরিচিত এবং ভালো সম্পর্ক।আমরা সারাদিনে সবাই সবার সাথে যুক্ত থাকি বিভিন্ন রকমের কথা বলি কিন্তু কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার মতো সময় সুযোগ কখনোই হয়ে উঠে নাই।নাম কি, কি করি কোথায় থাকি এতোটুকুই আমরা জানি।তারপর যখন রবিবারের আড্ডা শুরু হলো।তখন প্রতি আড্ডায় একজন করে অতিথি থাকবে,তার পরিচিতি,কাজের শুরু তার জীবনের ভালো মন্দ গল্প নিয়েই মূলত এই আড্ডাটি সাজানো হয়েছে।এতে করে আমরা একে-অপরের জীবনের না-জানা গল্প গুলো জানতে পারছি প্রতিনিয়ত।যা আগে কখনোই জানা হয়নি।শুরুতে আমি একবার অতিথি হয়েছিলাম তখন আমার জীবনের গল্প গুলো সবার সাথে শেয়ার করেছিলাম কিন্তু প্রথম এরকম একটি প্লাটফর্মে এসে কথা বলা আমি একটু নার্ভাস ফিল করেছিলাম সবকিছু গুছিয়ে বলতে পারিনি।
গত পরশুদিন যখন অ্যানাউন্সমেন্টে দেখলাম রবিবারের আড্ডায় অতিথি নেওয়া হবে,যেকেউ নাম দিতে পারেন।এটা দেখার সাথে সাথেই সিয়াম ভাইয়াকে ডিএম করলাম!আমি ভাইয়াকে বললাম অতিথি যদি না পাওয়া যায় তবে আমাকে ডাকতে পারেন!ভাইয়া সাথে সাথেই আমাকেই নির্বাচন করলেন।আমিও খুশি কারণ এবার আমি নিজ ইচ্ছাতেই ডিএম করেছি।@shuvo35 ভাই আমাকে প্রশ্ন পাঠিয়ে দিলেন আমিও আড্ডার জন্য।মানসিকভাবে প্রস্তুতি নিলাম।যথাসময়ে আড্ডায় উপস্থিত হলাম।প্রথমে আমাকে স্টেজে ইনভাইড করা হলো আমি একসেপ্ট করলাম।তারপর আস্তে আস্তে অডিয়েন্স আসা শুরু করলো।আমাদের প্রতিষ্ঠাতা বড় দাদার অপেক্ষায় ছিলাম কিছুক্ষণের মধ্যে দাদাও আড্ডায় যুক্ত হলেন।
নিয়মঅনুযায়ী আড্ডা শুরু হলো।শুভ ভাই আমাকে একের পর প্রশ্ন করলেন!আমি খুবই স্বাভাবিক ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিলাম।এবার কেনো জানি একটুও ভয় সংকোচ অনুভব করিনি।তাই প্রতিটি প্রশ্নের উত্তর একদম সাবলীলভাবে দেওয়ার চেষ্টা করেছি।প্রথম পর্ব শেষ আমার পছন্দের একটি গান শোনানো হয়।আমরা সবাই মিলে আমার পছন্দের গানটি উপভোগ করি।তারপর দ্বিতীয় পর্ব শুরু হয় দর্শকদের প্রশ্নের পর্ব।এই বিষয় টি একটু জটিল কারণ কে কি প্রশ্ন করবে আমার জানা নেই তাই ঝটপট উত্তর দেওয়া একটু ভয়ের ব্যাপার মনে হয়।কিন্তু সবাই যখন প্রশ্ন করছিলো তখন আমার মনে হয়েছে যে সব প্রশ্ন গুলোই আমার জীবনের একেক টি ধাপ যা আমার একেবারেই নিজের জীবনের সাথে জড়িয়ে আছে।তাই প্রতিটি প্রশ্নের উত্তর আমি খুবই নির্দ্বিধায় সুন্দর ভাবে দিতে পেরেছি।আসলে আমরা এখানে সবাই সবার সাথে এমনভাবে মিশে গেছি যে সবার জীবনের গল্প গুলো সবার মুখস্থ হয়ে গেছে,তাই আমারা কে কি চাই সবাই কমবেশি জানি।
এবার সবচেয়ে কঠিন মূহুর্ত আসলো!দর্শকদের প্রশ্ন গুলো আমাকে ডিএমএ পাঠানো হলো,সেখান থেকে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করতে হবে!এটা আমার জন্য খুবই কঠিন একটি কাজ হয়ে গেলো। কারণ আমার জীবন সম্পর্কিত ছিলো প্রতিটি প্রশ্ন যা আমার হৃদয় ছুঁয়েছে কাউকে কমবেশি করার মতো কোনো সুযোগ ছিলো না।আমার খুবই খারাপ লাগছিলো এই বিষয়টি।কিন্তু তারপরও কিছু করার নেই কারণ নিয়ম তো মানতেই হবে!উপায়ন্ত না পেয়ে তিনজনকে নির্বাচন করতেই হলো।কৌশিক দা,মনিরা আপু,সুমন ভাই সেই তিনজন বিজয়ী।
প্রশ্ন গুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম❤️
তারপর শুভ ভাইয়ের একটি পছন্দের গান শুনে ঝটপট রাউন্ড শুরু হয়ে গেলো।প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবেই দিলাম তারপর আমাদের আড্ডার সমাপ্তি ঘটলো।এবারের আড্ডার মুহূর্ত গুলো আমার কাছে খুবই উপভোগ্য ছিলো তার কারণ হলো এবার আমার মধ্যে একটুও জড়তা-সংকোচ ছিলো না তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।আসলে আমরা যদি কোনো কাজ ভালোবেসে করি তাহলে সেই কাজটি অবশ্যই সুন্দর ভাবে করা সম্ভব।শুভ ভাই সহ সবাই আমাকে খুবই সহযোগিতা করেছেন।কমিউনিটির সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই।🙏
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ সুন্দর একটি মুহূর্তের অনুভূতি দারুণভাবে উপস্থাপন করেছেন আপনি। সত্যি খুবই ভালো লাগলো আপনার এই লেখাগুলো পড়ে। অত্যন্ত উপভোগের একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জ্বি ভাইয়া অনেক উপভোগ করেছিলাম,আর সেই অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করলা।ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ভালো লেগেছে আপনার অতিথি হয়ে আশা রবিবারের আড্ডাটা। বেশ অনেক কিছু জানতে পেরেছি আপনার জীবন সম্পর্কে। তবে এটা আশা করা যায় অনেক হাসি আনন্দের মাঝে বেঁচে থাকতে পারবেন এই কমিউনিটিতে।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই কমিউনিটিতে আসার পর থেকেই অনেক হাসি আনন্দ নিয়ে আপনাদের সাথে আছি।আশাকরি আগামী দিনগুলোতেও সবার সাথে একসাথে আনন্দ করেই কাটিয়ে দিবো।ধন্যবাদ ভাইয়া।
টুইটার প্রোমোশন
অসাধারণ সুন্দর একটি মুহূর্তের অনুভূতি উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমার বাংলা ব্লগে আসার পর থেকে অনেক কিছু শিখতে পারতেছি, অনেক আনন্দ করতেছি আমার বাংলা ব্লগ যেন একটা বড় পরিবার। বিশেষ করে আমরা যখন ডিসকর্ডে একে অপরের সাথে কথা বলি একে অপরের খোঁজ নেই ভালো আছে না কেমন আছে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আফসোস আমি মিস করে গিয়েছি। ঐসময় আমার অনলাইন ক্লাস চলছিল আপু। এইজন্যই আমি শো তে ছিলাম না। এর্ট সত্যি বেশ অন্যরকম একটা অনূভুতি। চমৎকার লাগল আপনার পোস্ট টা দেখে। আপনার জন্য শুভকামনা। সময় টা বেশ দারুণ কাটিয়েছিলেন আপনি।।