রুই মাছের মাথা দিয়ে মসুরের ডাল রেসিপি। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

আজ আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রুই মাছের মাথা দিয়ে মসুরের ডাল রেসিপি। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপি টি প্রতিটি ধাপে ধাপে শেয়ার করবো আপনাদের সাথে।
IMG_20220911_235008.jpg

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp1qU9B9L5wST59DLUaqwmAZDcoK7ncJRiQR9D54uEnQ8yMXhD4QamGkS15REwj6EyExqg579QB3bnjik...jv4er2K2ELQnpfX5QLfv7Lhq8pK9EWMWpvFD24nDqJcTqzVuRoQjUGBQUomZQhzWApSEPCo1WEZJjPJNfozPVJRYzLgP7t3uMU9rBpYuZeQ1bBRaPNMmqfkwti.png

উপকরণপরিমাণ
রুই মাছের মাথা১ টা
মসুরের ডাল১ কাপ
পেঁয়াজ কুঁচিহাফ কাপ
কাঁচামরিচ ফালি৫-৬ টি
রসুন২ টা
আদ,রসুন বাঁটা১ টেবিল চামচ
জিরাগুঁড়া১ চা চামচ
লাল মরিচের গুঁড়া১ চা চামচ
হলুদগুঁড়াপরিমাণমতো
লবণস্বাদমতো
সয়াবিন তেল৩ টেবিল চামচ
গোটা জিরাসামান্য পরিমাণে
দারুচিনি২ টুকরো

IMG_20220911_230421.jpg

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

প্রথমে মসুরের ডাল গুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশারকুকারে দিয়ে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ ফালি ও একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একটা শিটি উঠলে নামিয়ে নিয়েছি।
IMG_20220911_231638.jpg

ধাপ-২

এবার মাছের মাথা ধুয়ে পরিস্কার করে নিয়েছি তারপর লবণ হলুদগুঁড়া মাখিয়ে নিয়েছি।তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে গরম করতে দিয়েছি তেল গরম হলে মাছের মাথা গুলো কড়াইতে দিয়েছি ভাজার জন্য।
IMG_20220911_231936.jpg

ধাপ-৩

মাছের মাথাগুলো একপাশে ভাজা হলে উল্টিয়ে দিয়েছি দুপাশে উল্টিয়ে দিয়ে ভালো করে মাথা গুলো ভালো করে ভেজে নিয়েছি।
IMG_20220911_231957.jpg

ধাপ-৪

মাছের মাথা গুলো ভাজা হলে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে অল্প পরিমাণে গোটা জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি ও রসুনের কোয়া থেঁতো করে দিয়েছি।
IMG_20220911_232020.jpg

ধাপ-৫

পেঁয়াজ কুঁচি রসুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা বাদামী কালার করে ভেজে নিয়েছি,তারপর লবণ, হলুদগুঁড়া,আদা,রসুন বাঁটা,মরিচের গুঁড়া,জিরাগুঁড়া দিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি।
IMG_20220911_232043.jpg

ধাপ-৬

মসলাগুলো জল দিয়ে বেশকিছু সময় ধরে কষিয়ে নিয়েছি।এবার দুই টুকরো দারুচিনি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি।
IMG_20220911_232115.jpg

ধাপ-৭

মসলা ভাজা ভাজা হলে আবার সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাথাগুলো কষিয়ে নিয়েছি।
IMG_20220911_234835.jpg

ধাপ-৮

অল্প আঁচে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে মাছের মাথাগুলো কাঁচা না থাকে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাথাগুলো নেড়েচেড়ে ভেঙ্গে নিয়েছি।তারপর সিদ্ধ করা মসুরের ডাল গুলো দিয়ে দিয়েছি।
!IMG_20220911_234855.jpg]()

ধাপ-৯

সিদ্ধ ডাল দেওয়ার পর গরম জল দিয়েছি তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জ্বাল দিয়েছি। ডাল ফুটে উঠলে একটু ঘন হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।

শেষ ধাপ

চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি।
এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত রুই মাছের মাথা দিয়ে মসুরের ডাল রেসিপি।
IMG_20220911_235008.jpg

এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PRmTVM74Nxy8SwJZqYhxZi...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

Sort:  
 3 years ago 

আপু রুই মাছের মাথা দিয়ে মুসুরের ডাল ভাল রান্না করেছেন। আপনার প্রতিটি ধাপ সুন্দর ছিল। অনেক দক্ষতার সাথে রান্না করেছেন। খেতে ভাল হবে বুঝা যাচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। জ্বি আপু খেতে অনেক ভালো হয়েছিল।

 3 years ago 

মাছের মাথা দিয়ে মূসরের ডাল এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। দেখে লোভনীয় লাগছে।খেতে ও নিশ্চয়ই সুস্বাদ হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন আশাকরি অনেক ভালো লাগবে।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হয়েছে।কিন্তু এটা খাওয়া হয়নি।অচিরেই টেস্ট করে দেখতে হবে।ধন্যবাদ কাকিমা ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ সবসময় মুগডাল দিয়ে মাছের মাথা রান্না করা হয় কিন্তু আমার কাছে মুগডালের চেয়ে মসুরের ডাল দিয়ে বেশি ভালো লাগে। টেস্ট করে দেখিও আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ।