বৃষ্টি বিলাস 🌧️🌧️ |ভিডিওগ্রাফি|

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

বৃষ্টির দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন। বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছি। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেনো নতুন রূপে সেজে উঠেছে।বৃষ্টিতে ভিজলে মনে হয় যেন মনটা সব কষ্ট ভুলে যায়। বৃষ্টির দিনে জানালা দিয়ে বৃষ্টি দেখতেও ভালো লাগে।প্রিয় মানুষের হাত ধরে ভিজতে অনেক ভালো লাগে, যারা বৃষ্টি বিলাসী এবং যারা
রোমান্টিক ব্যক্তি তাদোর ক্ষেত্রে প্রযোজ্য!আমি এমন এক ব্যক্তি যদি কখনো শখের বসে বৃষ্টিতে ভিজি তাহলে এক মাস ধরে বিছানায় শুয়ে থাকতে হবে আমি এমনিতেই ১২ মাসের ১৩ রোগী তাই কখনো স্বপ্নেও ভাবি না বৃষ্টিতে গিয়ে ভিজবো!তবে বৃষ্টিকে অনেক ভালোবাসি বৃষ্টির সৌন্দর্যকে উপভোগ করতে ভালো লাগে।

IMG_20250228_210051.jpg

সেদিন বিকেলবেলা হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ছেয়ে গেলো,সাথে দমকা হাওয়া মনে হচ্ছিলো ঠিক যেনো বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় এসে নামবে!কিছুক্ষণ বেশ দমকা হাওয়া এবং ধুলিঝড় বয়ে গেলো,কিন্তু বৃষ্টির দেখা মিললো না।কিছু সময় পর আকাশটা শান্ত হয়ে গেলো।তখন থেকে চারদিকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম।রাতের বেলা খেয়ে দেয়ে যখন ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল বেলা হঠাৎ করেই বৃষ্টির শব্দ কানে এসে পড়লো,ভাবলাম হয়তোবা স্বপ্নে দেখছি।খুব ভালোভাবে অনুভব করার চেষ্টা করলাম দরজা জানালা আটকালে বাহিরে কি ঘটে যাচ্ছে তা আর বোঝার উপায় থাকে না।স্বপ্ন নাকি বাস্তব দেখার জন্য বিছানা ছেড়ে বেলকুনির দরজাটা খুললাম খুলেই দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে!ঠিক যেনো আষাঢ় শ্রাবণ মাসের মতো অঝোরে বৃষ্টি ঝরছে।কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির দৃশ্য গুলো দেখছিলাম চারদিকের গাছপালাগুলো যেনো নিমেষেই সতেজ হয়ে উঠেছে এবং তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।আর তাই সেই মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম।

IMG_20250228_210145.jpg

IMG_20250228_210136.jpg

আমার বেলকুিতে থাকা গাছগুলোতে নিয়মিত জল দেই কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে এদের সৌন্দর্য যেনো আরও দ্বিগুণ হয়ে গেছে আরো বেশি সতেজ লাগছিলো।সত্যিই বৃষ্টি ভগবানের তরফ থেকে আসা আশীর্বাদের মতো যা পৃথিবীর সকল ক্লান্তি ধুলো ময়লা পরিষ্কার করে সবকিছু সতেজ করে তোলে বৃষ্টিকে খুবই ভালোবাসি।

ভিডিও

ইউটিউব লিংক

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

IMG_20230307_020842.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2iuGMwYRwgAcCWzayNR8KZURQoHyW8z43jyjTgukHU8r292fYYz4YeEDrr2C...qigZxNfrHmHmzSymYUS9VaTLGCn3RYWe85kZzETMsH7nHsBzBFeoiNjxy4HwVcVsYbWHuTAFKwiVZMBmfgzHTXMdEEsr6djmJLzHwmWrjVWU1PMUGCRYVDtbH.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

একদম ঠিক বলেছেন আপু বৃষ্টি সত্যি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেননা বৃষ্টির পানিতে পৃথিবীতে যত ধুলাবালি সবকিছু ধুয়ে শেষ হয়ে যায়। প্রকৃতি যেন এক অন্যরূপ তার সৌন্দর্য আমাদেরকে দেখায়। আপনার বেলকনিতে থাকা গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেতে প্রাকৃতিক সুন্দর রূপ ধারণ করেছে। বৃষ্টি বিলাস খুবই সুন্দর পোস্ট লিখেছেন দারুন ভিডিওগ্রাফি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

বৃষ্টির জলে সবকিছু পবিত্র ও সজীব হয়ে ওঠে।ধন্যবাদ তোমাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। 🌿❤️

 3 days ago 

একদম সঠিক বলেছেন বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় যেনো কোনো স্বপ্নের রাজ্যে রয়েছি। যদিওবা আপনার বৃষ্টির ভিতর ভেজা কোনভাবেই সহ্য হয় না তারপরেও চমৎকার ভিডিও ধারণ করেছেন। ভিডিওর সাথে ফটোগ্রাফি গুলিও দারুন লাগলো।

 2 days ago 

বৃষ্টিতে কখনোই ভিজতে পারি না এটা খুবই আফসোস লাগে।তারপরও বৃষ্টি অনেক ভালোবাসি।

 3 days ago 

অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। বৃষ্টি হওয়ার মুহূর্তগুলো ভিডিও ধারণ করতে আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক ভালো লাগলো আপনি সুন্দরভাবে ভিডিওটা ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন দেখে।

 2 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

InCollage_20250301_112255102.jpg

 21 hours ago 

বছরের প্রথম বৃষ্টিতে ভেজা একেবারেই উচিত না। দারুণ লাগল আপনার অনূভুতি টা। এইরকম বৃষ্টিস্নাত দিনের অপেক্ষায় আছি। চমৎকার লাগল আপনার পোস্ট টা আপু। ভিডিওগ্রাফি টা চমৎকার ছিল। এ যেন একেবারে অন‍্যরকম এক অনূভুতি।