আমি পরিপূর্ণ নই....
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
জীবনে যেমন সুখ আছে, তেমনই দুঃখও আছে। সফলতা যেমন আসে, তেমনই ব্যর্থতাও আসে। জীবনের এই ওঠানামাগুলো আমাদের প্রতিনিয়ত শেখায় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে আমরা কেউই পরিপূর্ণ না, সবাই একে অন্যের পরিপূরক । সৃষ্টিকর্তা কাউকেই পরিপূর্ণ ভাবে সৃষ্টি করেননি ।সবাইকেই কোনো না কোনো দুর্বলতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।তাই আমাদের অহংকার করা সাজে না । আমাদের উচিৎ সদা সর্বদা বিনয় হয়ে চলা,কিন্তু এটা আমরা ক'জন বুঝি! বর্তমান সময়ে মানুষ মানুষের উপকার বেশিদিন মনে রাখেনা আমরা যখন কারো উপকার করি তখন তার কাছে খুবই প্রিয় পাত্র হয়ে যাই।তারপর যেই উপকার পেয়ে যায় আস্তে আস্তে সেই মানুষগুলো আমাদের উপকারের কথা ভুলে যায় এবং একটা সময় গিয়ে এমন ভাব করে যে আমরা তাদের কাছে খুবই অপ্রয়োজনীয় ব্যক্তিতে পরিণত হই,আমরা তাদের জীবনে থাকলেই কি বা না থাকলেই কি এরকম একটা ভাব করে!
তবে এটাও ঠিক আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে তাদের উপকার করলেও তারা আমাদের ভালোবাসে না করলেই তারা আমাদের সব সময় ভালোবাসে,পাশে থাকে এবং মানসিক শান্তির জন্য সব সময় ভরসা দিয়ে থাকে।যদিওবা এই ধরনের লোকের সংখ্যা খুবই কম তবে আমার মনে হয় হাজার মুখোশধারী আপনজনের চেয়ে একজন নিঃস্বার্থ ভালো মানুষ জীবনে থাকা বেশি গুরুত্বপূর্ণ।জীবনে বহু মানুষকে ভালোবেসেছি বহু মানুষের উপকার করেছি,কিন্তু দিনশেষে এসে শুধু তাদের কাছ থেকে অবহেলা,অবজ্ঞা পেয়েছি,কষ্ট পেয়েছি কিন্তু আমার কখনো শিক্ষা হয়নি!তারপরও সেই লোকগুলোকে আপন ভেবে ভালোবেসেছি।কিন্তু ইদানিং আমি মানুষের মুখোশধারী আচরণ দেখে ক্লান্ত হয়ে গেছি তাদের মুখোশের আড়ালে থাকা আচরন গুলো দেখতে দেখতে সেই ধরনের মানুষের প্রতি ভালোবাসা মন থেকে উঠে গেছে।
আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ আমি সব দিক থেকে পরিপূর্ণ নই,আমারও কোনো না কোনো ভুল ত্রুটি আছে আমার সকল ভুল ত্রুটি দোষ গুণ থাকার পরেও যে সকল মানুষ গুলো আমাকে ভালোবাসে আমাকে ভরসা দেয় আমার মঙ্গল কামনা করে আমিও তাদের মন থেকে ভালোবাসি এবং এখন থেকে এই গুটিকয়েক ভালোবাসার মানুষ নিয়েই চলতে চাই মুখোশধারী আমার হাজারো আপজন বন্ধুর প্রয়োজন নেই।আমার জীবনের সাথে জড়িয়ে থাকা ভালবাসার মানুষগুলো সব সময় ভালো থাকুক এই প্রার্থনা করে শেষ করছি।
ভিডিও
ইউটিউব লিংক
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক লিংক