সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটি।

in আমার বাংলা ব্লগ7 hours ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

আসলে এই অ্যাপটি আমার জন্য একদমই নতুন। এ ধরনের কোন বিষয়বস্তুতে আগের কখনো এক্সপেরিয়েন্স ছিল না। তাই অনেক পরে আমার সাতদিনের একটিভিটি শেয়ার করতে যাচ্ছি।তবে নতুন অবস্থায় ধীরেধীরে বোঝার চেষ্টা করছি অ্যাপটির অপশনগুলো। আশা করছি খুব শীঘ্রই ধীরে ধীরে বুঝে যাব।

গত সপ্তাহেই আমি সুপারওয়াকের একটা পোস্ট করেছিলাম। তবে সেই সময় আমি এনএফটি বাই করি নি। কিন্তু তার কিছুদিন পর আমি এনএফটি বাই করেছিলাম। যাইহোক যদিও এনএফটি বাই করার পর আমার পোস্ট করা হয়ে ওঠেনি। ভাবলাম আজকে এই পোস্টটা করব । তাই চলে এলাম আজকের পোস্টটা শেয়ার করার জন্য। সাধারণত বাইরে হাঁটতে বের হওয়ার সময় মোবাইল নিয়ে বের হওয়া হয় না। এজন্যই মূলত খুব বেশি দূর পর্যন্ত পৌঁছানো যায় না। আমি প্রতিদিনই চেষ্টা করে হাটাহাটি করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত অন্যান্য কাজে বের হওয়ার কারণে মোবাইল হাতে নিয়ে বের হওয়া হয়ে ওঠে না। এজন্য যতটুকু সময় মোবাইল হাতে থাকে এবং হাটাহাটি করি সেই সময়টা স্ক্রিনশট নিয়ে রাখি। যাতে করে আপনাদের মাঝে প্রতি সপ্তাহেই পোস্ট শেয়ার করতে পারি।

Screenshot_20250112-212420_SuperWalk.jpg

Screenshot_20250113-120052_SuperWalk.jpg

Screenshot_20250114-141323_SuperWalk.jpg

Screenshot_20250115-135003_SuperWalk.jpg

Screenshot_20250116-130924_SuperWalk.jpg

Screenshot_20250117-111543_SuperWalk.jpg

Screenshot_20250117-111604_SuperWalk.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 hours ago 

আপনার ৭ দিনের সুপার ওয়াক এর এক্টিভিটি দেখে বেশ ভালো লাগলো।হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই অ্যাপেসের মাধ্যমে সবার ব্যায়াম হয়ে যাচ্ছে এটা সত্যিই খুব ভালো বিষয়। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 7 minutes ago 

সুপারওয়াক এ আপু আপনার সাত দিনের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি মন ও ভালো থাকে। আপনার এক্টিভিটিস দেখে বুঝা যাচ্ছে আপনি বেশ অনেক হেঁটেছেন। এভাবেই আপনার হাঁটাহাঁটির অভ্যাস বজায় রাখুন। শুভ কামনা রইলো আপু আপনার জন্য। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।