আসলেই ভাইয়া এই বছর বৃষ্টি আমাদের এদিকেও হয়নি। গরম পড়ছে প্রচন্ড। আর আমাদের বাড়ি গ্রাম এরিয়ায় হওয়া শর্তেও লোডশেডিং এর পরিমাণ যেমন বেশি, ঠিক তেমনি গরমেও অবস্থা খারাপ। এখনও পুরোপুরি গরমের সময় আসেনি তবুও এই অবস্থা। যাইহোক বাইরে থেকে বাসায় সবার জন্য ভেলপুরি কিনে এনেছেন এবং সবাই মিলে একসাথে উপভোগ করে খেয়েছেন এটাই তো আনন্দের বিষয়।