বাহ আপু আপনি তো একদম লোভ লাগিয়ে দিলেন। গাজর দিয়ে খুব সুন্দর করে লাড্ডু তৈরি করেছেন।এই গাজরের লাড্ডু অনেক আগে একবার তৈরি করেছিলাম। তবে তারপর আর তৈরি করা হয়নি। খুব সুন্দর করে গাজরের লাড্ডু তৈরি করেছেন। তবে সর্বশেষ গুড়ো দুধ দিয়ে কোটিং করার ব্যাপারটা বেশ মজার হয়েছে। এর কারণে অনেক বেশি মজা হয়ে যাবে।
শুনে ভালো লাগলো আপু এই রেসিপিটি আপনিও তৈরি করেছিলেন জানতে পেরে।