দেখতে তো একদম পাবদা মাছের মতই লাগছে আপু। আমাদের এদিকে তো এমন মাছ পাওয়া যায় না। যাইহোক খুবই সুন্দর একটা রেসিপি করেছেন। আসলে একই রকম রান্না বারবার খেতে ভালো লাগে নাই ভিন্ন রকম কিছু ট্রাই করলে বেশি ভালো লাগে না।রেসিপিটা দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। ভিন্নভাবে ট্রাই করেছেন হিসেবে অনেক মজার একটা রেসিপি খেতে পেরেছেন।