আসলে মানুষ মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে বারবার বিশ্বাস করে, অথচ শেষ পর্যন্ত শূন্যতা ছাড়া কিছুই হাতে থাকে না।সময়ের সাথে সব সম্পর্কের মেয়াদ ফুরিয়ে যায়, কিন্তু তবু মানুষ নতুন আশায় ভরসা করতে চায়।আর প্রতারণা থেকে শিক্ষা না নিয়ে মানুষ বারবার একই ভুল করে,মিথ্যে মায়ার ছায়ায় নতুন করে দাঁড়ায়।অসাধারণ একটি কবিতা লিখেছেন দিদি। ধন্যবাদ আপনাকে আমাদের ভাগাভাগি করে নেয়ার জন্য।