ঠিক বলেছেন আসলেই শীতকাল এলে ছোটবেলার মামার বাড়ির স্মৃতি মনে পড়ে যায়। বার্ষিক পরীক্ষার পর ছুটি যখন পেতাম তখন সেখানে কাটানো সময়, ভাইবোনদের সঙ্গে মজার মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি হয়ে আছে। নানা-নানুর স্নেহ, ভয়ানক গল্প, আর একসঙ্গে কাটানো রাতগুলোর কথা চিন্তা করলে কষ্ট লাগে।যাইহোক অতীতের মধুর স্মৃতিগুলো এখন শুধুই কল্পনার জগতে রয়ে গেছে।বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।