এই মেয়েটির ব্যাপারটা আসলে একদিন আমার চোখেও এসেছিল। মেয়েটা বারবার কাকুতি মিনতি করছিল যাতে করে বারবার এভাবে মেয়েটাকে হেনস্তা না করা হয়। কিন্তু সে যে সুইসাইড করেছে সেটা শুনা হয়নি। আসলে আমাদের দেশ কিংবা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছে যে মানুষের খারাপ দিকগুলোকে ভালোভাবে তুলে ধরার প্রচেষ্টা হয়ে যায়। সবাই নিজেকে ভাইরাল করার জন্যই, নিজের আইডির ফেস ভ্যালু বাড়ানোর জন্যই এরকম করে থাকে। যাইহোক এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের নতুন প্রজন্মদেরকেও এই শিক্ষা দিতে হবে যাতে করে অন্তত কারো ক্ষতি না করে।