টিচার এক্সচেঞ্জ এর ব্যাপারটা শুনে আমার ক্লাস টেনের কথা মনে পড়ে গেল। আসলে তখন আমরা পুরো স্কুলের সিনিয়র ছিলাম। আর আমাদের ব্যাচে সবগুলো স্যার দিয়েছিল কোনরকম। যেগুলো আসলে আমাদের ভালো রেজাল্টের জন্য মোটেও ভালো ছিল না। আমরাও বাধ্য হয়েছিলাম টিচার চেঞ্জ করার জন্য নোটিশ দিতে। পরবর্তীতে আমাদের একরোখা ভাব দেখে স্যার চেঞ্জ করা হয়েছিল। আসলে নিজেদের যেখানে পড়ালেখা ভালোভাবে হবে না সেখানে তো রুখে দাঁড়াতেই হবে। আশা করি আপনাদের নতুন শিক্ষক ভালোভাবেই পড়াবেন।