আমাদের এদিকে এখনো কাচ্চি ভাইয়ের কোন ব্রাঞ্চ হয়নি। তবে কাচ্চি ডাইনের ব্রাঞ্চ হয়েছে। এই পর্যন্ত ৩-৪ বার যাওয়া হয়েছে। কিছুদিন আগেও গিয়েছিলাম। যদিও সেই মুহূর্তগুলো শেয়ার করা হয়নি। তবে কাচ্চি ভাই, কাচ্চি ডাইন এবং সুলতান ডাইন এই রেস্টুরেন্ট গুলোর কাচ্চিই সব সময় ভালো হয়ে থাকে। কিন্তু লোকালগুলো তেমন একটা ভালো হয় না। বগুড়ায় কাচ্চি ভাইয়ের ব্রাঞ্চ এ গিয়ে খাওয়া দাওয়া করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া।
আমি কাচ্চি ডাইনে বিগত সময়ে গিয়েছিলাম আপু, তবে এই প্রথম কাচ্চি ভাইয়ে গেলাম, এটা সত্য এদের বিরিয়ানি গুলো ভালো হয়।
কোথার সুযোগ পেলে আমরাও যাবো ভাইয়া, আপনার কাচ্চি দেখে লোভ লেগে গেল।