জমি জমার ঝামেলাগুলো খুব বেশি সমস্যার। ঝামেলাগুলো কখনোই মেটানো সম্ভব হয় না। আপনাদের সবগুলো জমি যারা বন্ধক নিয়েছে তারা এখন টাকার জন্য ঝামেলা করছে। আর এটাতো স্বাভাবিক টাকা না দিতে পারলে তারা এটা দখলদারি নিয়ে নিবে। যাই হোক দোয়া রইল ভাইয়া যাতে করে এই সমস্যা থেকে রেহাই পান খুব তাড়াতাড়ি।
মোটামুটি আপু অনেকটাই ঝামেলা কমে গিয়েছে, আশা করা যায় দ্রুতই সমস্যা ঠিক হয়ে যাবে ।