আসলে নিজের ছোট বোন থাকলে হয়তো অনেক বেশি আদর করতেন। কিন্তু আপনার ভাগ্যে তো তা নেই। যাই হোক প্রতিবেশীদের মধ্যে অনেক ছোট বোন আছে। তাদের খুব আদর করেন দেখে খুবই ভালো লাগে। আর ছোট বোন সবসময় খুব আদরের হয়। তাদের আবদার গুলো পূরণ করতে ইচ্ছে করে। তাই আপনি তার আবদার পূরণের জন্য তাকে আম গাছে উঠিয়েছেন এবং নামিয়ে দিয়েছেন। বেশ ভালই করেছেন, খুব আনন্দ করেছে দেখছি।